এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 9 April, 2024 12:17 PM IST

গত কয়েকদিনে বৃষ্টির জন্য কমেছিল তাপমাত্রা। প্রায় ১১ ডিগ্রি তামমাত্রা কমেছিল। আবহাওয়া দফতর সুত্রে খবর, আগামী ২৪ ঘন্টার মধ্যে ফের একবার তাপমাত্রার পরিবর্তন হতে পারে।গত কয়েকদিনে তাপপ্রবাহে নাজেহাল হয়ে পড়েছিল গোটা বাংলা। তবে আবহাওয়ার পরিবর্তন ঘটায় দহনজ্বালা থেকে মুক্তি মিলেছিল রাজ্যবাসীর। তবে পরপর কয়েকদিনের বৃষ্টিতে খুব স্বাভাবিকভাবেই তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নীচে। এদিকে আজ কলকাতার সর্বোনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিক।তবে বৃষ্টির সম্ভবনা নেই।

আরও পড়ুনঃ বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ছয় জেলায়, জারি সর্তকতা

আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আজ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে।। তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ থেকে ৪২ ডিগ্রিতে। দিনের বেলার তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। আজ বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।ঝড় বৃষ্টির সম্ভবনা নেই।

আরও পড়ুনঃ বসন্তে বৃষ্টির ঝোরো ব্যাটিং, ৯ জেলায় জারি হলুদ সতর্কতা

আজ উত্তরবঙ্গের আবহাওয়ার কেমন থাকবে ?

এদিকে উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টির পূর্বাভাস। এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে থাকছে বৃষ্টির সম্ভাবনা।

English Summary: In the next 24 hours, the temperature will rise again, rain forecast in five districts
Published on: 09 April 2024, 12:17 IST