উত্তাপের দাবদাহে এবার তেতে উঠছে গোটা বাংলা। এখন থেকেই অসহ্য গরমের মুখোমুখি বঙ্গবাসি। তবে গত কয়েকদিনে আবহাওয়ায় দেখা গেছে আমূল পরিবর্তন। কলকাতা শহরে সন্ধ্যার পর থেকে বইতে শুরু করেছে দমকা হাওয়া। বাতাসে কমেছে আপেক্ষিক আদ্রতার পরিমাণ। তবে গরম থেকে রক্ষা পাবে বঙ্গবাসি এমনটাই মনে করছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় বাংলার বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টি।
বর্তমানে রাজ্যের ওপর দুটি নিম্নচাপের ভ্রুকুটি। একটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং আরেকটি গাঙ্গেয় সমভূমিতে। আর এই দুই নিম্নচাপের জেরেই রাজ্যের বাতাসে ঢুকছে জলীয় বাস্প। যার জেরে হতে পারে বৃষ্টি। আবহাওয়া অফিসের সুত্র অনুযায়ী গাঙ্গেয় সমভূমিতে যে নিম্নচাপ দেখা গেছে তার জেরে হতে পারে কালবৈশাখী। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতার কিছু অংশে।
তবে বৃষ্টি হলেও এখন তাপমাত্রার পরিমাপ ঊর্ধ্বমুখী থাকবে। গরম বাড়লেও বৃষ্টির জন্য মিলবে স্বস্তি। আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুনঃ তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই জিনিসগুলো খান, পেটের সমস্যা দূর হবে