তবে কি রাজ্য থেকে বিদায় নিল শীত? আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।মাঘ মাসের এখনও কিছু দিন বাকি আছে কিন্তু তার আগেই পাকাপাকি ভাবে বিদায় নিতে চলেছে শীত।তার সঙ্গে দক্ষিনবঙ্গে হতে পারে বৃষ্টি।দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে আজ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় আজ ও কাল তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গে সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উপরের পাঁচ জেলাতেই।
আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে না।যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রিতে ঠেকেছে।যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। তবে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে।
আরও পড়ুনঃ অসময়ের বর্ষাকাল কবে পিছু ছাড়বে বাংলার ?রইল আবহাওয়ার গুরুত্বপূর্ন আপডেট
আজ কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে ?
সোমবার রাজ্যের চারটি জেলায় বৃষ্টি হতে পারে।মঙ্গলবার ভিজতে পারে আরও তিনটি জেলা।পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা।
আরও পড়ুনঃ উধাও শীতের আমেজ, বৃষ্টির দাপট রাজ্যে,জারি সতর্কতা
আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ?
আজ সোমবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং,আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ দক্ষিনবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ?
সোমবার রাজ্যের চারটি জেলায় বৃষ্টি হতে পারে।পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।