বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। অন্যদিকে গরমে ঘামবে কলকাতা। আজ বৃষ্টি হবে রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। কাল, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে উত্তরের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গেও আজ, বুধবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। তাপমাত্রা কিছুটা বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
হাওয়া অফিস জানাচ্ছে, আজও উত্তরবঙ্গের (North Bengal) ওপররে দিকের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দুই দিনাজপুরেও। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সময় দক্ষিণবঙ্গে (South Bengal)ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ১ জুলাই থেকে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া (Weather) দফতরের।
সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ গুমোট গরমে নাকাল বঙ্গবাসী,কবে আসবে বর্ষা? জেনে নিন এক ক্লিকে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।
তবে হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি সেভাবে না হলেও দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে দক্ষিণের জেলাগুলিতে। রিপোর্ট বলছে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির ঘাটতি রয়েছে ৪৫ শতাংশ। অন্যদিকে বর্ষার শুরু থেকেই ব্যাপক হারে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। এখনও পর্যন্ত উত্তবঙ্গ এবং সিকিমে ৫১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
আরও পড়ুনঃ চন্দননগরে জয়ী সিপিআইএম
বুধবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সঙ্গেই দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি আজও থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস ।