কালো গম স্বাস্থ্যের জন্য উপকারী, জেনে নিন এর বিশেষত্ব কালো গম স্বাস্থ্যের জন্য উপকারী, জেনে নিন এর বিশেষত্ব হলুদ চাষের উন্নত পদ্ধতিঃ শিখে নিলেই ইনকাম হবে দ্বীগুন হলুদ চাষের উন্নত পদ্ধতিঃ শিখে নিলেই ইনকাম হবে দ্বীগুন নারী মৎস্যজীবীদের ক্ষমতায়ন: সুন্দরবনের কুলতলীতে মহিলা মৎস্যজীবী দিবস নারী মৎস্যজীবীদের ক্ষমতায়ন: সুন্দরবনের কুলতলীতে মহিলা মৎস্যজীবী দিবস
Updated on: 29 September, 2022 2:55 PM IST
প্রতীকী ছবি ।
প্রতীকী ছবি ।

কৃষিজাগরন ডেস্কঃ  শহরে পুজো পুজো গন্ধ । কিন্তু এরই মাঝে মন খারাপের গল্পটা শুনিয়ে দিল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী পুজোর সময় বৃষ্টির আশঙ্কা থাকছেই। তবে বৃষ্টি কতটা হবে, তা নির্ভর করছে সেই সময়কার আবহাওয়াজনিত পরিস্থিতির উপর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে। মঙ্গলবার নাগাদ ঘূর্ণাবর্তটি কিছুটা পশ্চিম দিকে এসে পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি আসবে। তারপর এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে কয়েকটি জায়গায় বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকেও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৯°  ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭° ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৯৪% ।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস,ভিজবে এই পাঁচ জেলা

আজকের আবহাওয়া কেমন থাকবে ?

সর্বোচ্চ তাপমাত্রা : ৩১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৯০%

আজ  দক্ষিণবঙ্গের  আবহাওয়া  কেমন  থাকবে ?

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২১ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে একমাত্র পূর্ব মেদিনীপুরের কোনও কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। আপাতত ২-৩ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আরও পড়ুনঃ পূজোতে বৃষ্টি? বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, একনজরে বঙ্গ আবহাওয়ার হালচাল

আজ  উত্তরবঙ্গের  আবহাওয়া  কেমন  থাকবে ?

অন্যদিকে উত্তরবঙ্গে গত কয়েক সপ্তাহ ধরেই ভারী বৃষ্টি হচ্ছিল। তবে গত কয়েকদিনে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছিল। এবার পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার থেকে ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে, দুর্গাপুজো যত এগিয়ে আসছে ততই দুর্যোগের আশঙ্কা করছে রাজ্যবাসী। পুজোর দিনগুলি কি তবে বৃষ্টির মধ্যেই কাটবে বাঙালীর ? এই প্রশ্নগুলিই এখন ঘুরপাক খাচ্ছে বাঙালীর মনে। যদিও এই প্রশ্নের উত্তর এখনও দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।

English Summary: Low pressure in Bengal, Meteorological Department has predicted rain during Puja
Published on: 19 September 2022, 11:14 IST