এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 12 January, 2023 12:27 PM IST
প্রতীকী ছবি।

কৃষিজাগরণ ডেস্কঃ ঠান্ডার কারনে মৃত্যু হল তিন কৃষকের। উত্তরপ্রদেশের ফতেপু জেলায় প্রবল ঠান্ডায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ওই তিন কৃষক। রাম সুমের, অনিল কুমার এবং উদয়রাজ পাসোয়ান মঙ্গলবার ভোরে জমির কাজে গিয়েছিলেন। জমির মধ্যেই তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

উত্তর প্রদেশের গড় তাপমাত্রা মঙ্গলবারও ৪ থেকে ৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে, যা স্বাভাবিক তাপমাত্রা ১০ ডিগ্রির তুলনায় অনেকটা কম। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরপ্রদেশ-সহ সমগ্র উত্তর ভারতে আরও কিছু দিন শৈত্যপ্রবাহ চলবে।

আরও পড়ুনঃ জেলায় জেলায় নামছে পারদ, হাড় কাঁপানো ঠান্ডা থাকবে আরও ২ দিন

প্রচণ্ড ঠান্ডার পরিপ্রেক্ষিতে, দিল্লি সরকার শিশুদের নিরাপত্তার জন্য 15 জানুয়ারী, 2023 পর্যন্ত স্কুলগুলির শীতকালীন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানসহ বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। ঘন কুয়াশার কারণে রাজ্যগুলোর প্রধান সড়কগুলোতে ব্যাহত হচ্ছে যান চলাচল। শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভারতের নিম্নআয়ের মানুষ। ঠান্ডাজনিত নানা রোগ নিয়ে শিশুসহ বয়স্ক রোগী ভর্তির সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে।

আরও পড়ুনঃ পৌষের শেষবেলায় শীতের ঝোড়ো ব্যাটিং অব্যাহত

দিল্লির আবহাওয়া দফতর সুত্রে খবর, ভারতের বিভিন্ন রাজ্যে কয়েকদিন ধরেই তাপমাত্রা কমেছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখন্ড, রাজস্থান, উত্তরপ্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে।

English Summary: North India affected by winter, three farmers died due to cold
Published on: 12 January 2023, 12:27 IST