এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 29 September, 2022 2:45 PM IST
প্রতীকী ছবি।

কৃষিজাগরন ডেস্কঃএকনজরে দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া ।ওয়েদার আপডেট অনুযায়ি কলকাতায় আজ অংশ তো মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা থাকছে৷ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৬ শতাংশ৷  ফলে  অস্বস্তি জারি থাকবে। নাজেহাল হবে রাস্তায় বেরোন মানুষের জীবন৷  আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা একেবারেই স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

আরও পড়ুনঃ পূজোর শপিং করতে যাবেন? তার আগে জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আপাতত অস্বস্তিকর গরম বিরাজ করছে। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা গেছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ আজ বৃষ্টি হবে কোন জেলাগুলিতে ? কেমন থাকবে আজকের আবহাওয়া ? জানুন বিস্তারিত

আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

English Summary: Rain forecast before puja, see how the weather will be today
Published on: 06 September 2022, 11:35 IST