এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 24 April, 2023 12:14 PM IST
বুধবার পর্যন্ত বঙ্গে বৃষ্টি! তৈরি ঘূর্ণিঝড়

আগামী বুধবার পর্যন্ত দক্ষিনবঙ্গে  বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আগামী বৃহস্পতিবারও হালকা থেকে মঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়।

তবে আবারও বাড়বে তাপমাত্রার পারদ। বৃষ্টির পরই আস্তে আস্তে বৃদ্ধি পাবে তাপমাত্রা। হাওয়া অফিসের সুত্র অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ব্রজপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝড়। তবে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ  শিলাবৃষ্টির সতর্কতা! ভারী বর্ষণ এই ৫ জেলায়, জানাল হাওয়া অফিস

হাওয়া অফিসের সুত্র অনুযায়ী আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  ডায়াবেটিসে মোক্ষম অস্ত্র এই ফুল! খেলেই থাকবে নিয়ন্ত্রণে

উত্তরবঙ্গের ৫ জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পাহাড়ের বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ইত্যাদি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা বঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার জন্য তাপমাত্রা আপাতত স্বাভাবিক থাকবে। তবে বৃষ্টির প্রভাব কমলেই আপাতত বৃদ্ধি পাবে তাপমাত্রার পারদ।

আরও পড়ুনঃ  ব্যাকটেরিয়া ব্যাবসাঃ প্রতি কেজি ৩০০ টাকা! বঙ্গে আয়ের নতুন দিশা এখন ব্যাকটেরিয়া

গত দু সপ্তাহ ধরে গরমের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়েছিল বঙ্গবাসীর। কিছু জেলায় ৪৩ ডিগ্রি পর্যন্ত উঠেছিল তাপমাত্রার পারদ। এমনকি বাঁকুড়া জেলা বিশ্বের ১৫ টি গরম স্থানের মধ্যে নিজের নাম লিখিয়েছিল। তারপর গত দু দিনে আপাতত স্বস্তি। আজ কলকাতায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।

আইএমডির তথ্য অনুযায়ী আজ অসম এবং পাশাপাশি অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ইত্যাদি এলাকায় প্রবল বর্ষণ এর সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে উত্তরবঙ্গে প্রচুর জলীয়বাস্প ঢুকবে। তারফলেই হবে বৃষ্টিপাত।

English Summary: Rain in Bengal until Wednesday! Cyclone made
Published on: 24 April 2023, 12:14 IST