বর্ষা এসে গিয়েছে। তবু প্যাচপ্যাচে গরম। বৃষ্টিতেও ঘাটতি। জুন মাসে দক্ষিণবঙ্গে ৪৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। এতে চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে উত্তর ওড়িশা এবং ঝড়খণ্ডের উপর একটা নিম্নচাপ অবস্থান করছে। আর একটা অক্ষরেখা অতিক্রম করছে জয়সলমীরের উপর দিয়ে। এর ফলে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি নামার পরিস্থিতি তৈরি হচ্ছে।তবে আলিপুর আবহাওয়া দফতর সোমবার জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত এক থেকে দু’ ডিগ্রি বাড়বে দিনের তাপমাত্রা। তার সঙ্গে আর্দ্রতাজনিত প্যাচপেচে গরমও থাকবে।
বৃষ্টি কম হওয়ায় দক্ষিণবঙ্গে চিন্তায় কৃষকরা। এখন পাট পচানোর সময়। বৃষ্টির জমানো জলে পাট ভিজিয়ে পচানো হয়। এ ছাড়া, আমন ধানের চাষও শুরু হবে। বৃষ্টি কম হলে চাষে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ৷ ফলন কম হলে দামও বাড়তে পারে ৷
হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে, হাওয়া অফিস জানাচ্ছে, আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। সেই সঙ্গে চরমে উঠবে আর্দ্রতা জনিত অস্বস্তি। এদিন শহর কলকাতার সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৮.৪ মিলিমিটার।
আরও পড়ুনঃ আবহাওয়ায় বড় পরিবর্তন!বৃষ্টির সঙ্গে বাড়বে তাপমাত্রা,দিনভর অস্বস্তির মধ্যে কাটবে কলকাতাবাসীর
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বাকি জায়গা থেকে বেশি থাকলেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও। আজ স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। তবে কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।
আরও পড়ুনঃ রাজ্যে দিনভর বিষ্টির পূর্বাভাস,জারি হলুদ সতর্কতা,জানুন আজকের আবহাওয়া