এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 8 January, 2024 2:39 PM IST

Bengal Weather Update:বর্তমানে বাংলায় তেমন ঠান্ডা না থাকলেও আবহাওয়া দফতরের মতে ১০তারিখের পরে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে।ঠান্ডা আবহাওয়ায় গবাদি পশু ও ফসলের যত্ন কিভাবে নিতে হবে তার সুস্পষ্ট ধারনা কৃষি বিজ্ঞানীরা দিয়ে থাকেন। এগুলো মেনে চললে কৃষকরা আবহাওয়াজনিত ক্ষতি এড়াতে পারবেন। 

কৃষকদের জন্য জারি করা পরামর্শে বলা হয়েছে, নিম্ন তাপমাত্রা ও কম আর্দ্রতার কারণে ফসলে চাপ এড়াতে সকালে মাঠে হালকা সেচ দিতে হবে। কম তাপমাত্রার কারণে অঙ্কুরোদগমে ক্ষতি এড়াতে কৃষকদের সবজির নার্সারি ঢেকে রাখতে কম দামের পলিথিন ব্যবহার করতে হবে।

আরও পড়ুনঃ আবার পশ্চিমী ঝঞ্ঝা,তবে কি বছরের প্রথমেই বিদায় নিল শীত?

বাংলার অনেক জেলায় হালকা বৃষ্টি হয়েছে ( Bengal Weather Update ) এমতাবস্থায় কৃষকদের উচিত তাদের জমিতে হালকা সেচ দেওয়া এবং পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা। এর পাশাপাশি যেসব জমিতে আর্দ্রতার অভাব রয়েছে সেখানে ফুল আসার সময় সবজির পাতায় ২ শতাংশ ডিএপি ও ১ শতাংশ এমওপি স্প্রে করতে হবে। 

গমের জন্য একটি পরামর্শ জারি করে বলা হয়েছে, যেসব কৃষক দেরিতে গম বপন করেছেন এবং বপনের ২১-২৫ দিন পার হয়ে গেছে, তাদের প্রয়োজন অনুযায়ী প্রথম সেচ দিতে হবে। সেচের প্রথম ৩ থেকে ৪ দিন পর নাইট্রোজেন স্প্রে করুন। এছাড়াও, গম ফসলে আগাছা ব্যবস্থাপনার জন্য, প্রতি একর প্রতি ১৫০ লিটার জলে 8 গ্রাম মেটা সালফারন ব্যবহার করুন। 

আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই শীতের ঝোরো ব্যাটিং,পারদ নামল জেলাগুলিতে

গম এবং সরিষা জন্য পরামর্শ

গমে উইপোকা উপদ্রব দেখা গেলে দুই লিটার জলে ক্লোরপাইরিফস মিশিয়ে সন্ধ্যায় জমিতে স্প্রে করে সেচ দিতে হবে। সরিষা চাষের পরামর্শ দিতে গিয়ে বলা হয়েছে, তাপমাত্রা কম থাকায় মরিচা রোগ হতে পারে। এটি নিয়ন্ত্রণে মেটালেক্সিল প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। যদি ছোলা ক্ষেতে ফুল ফোটা ১০ থেকে ১৫ শতাংশ হয়ে থাকে, তাহলে ছোলাকে পোকা থেকে রক্ষা করতে ফেরোমন ফাঁদ ব্যবহার করুন। প্রতি একরে তিন থেকে চারটি ফেরোমন ফাঁদ ব্যবহার করুন। এছাড়াও, কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য, ছোলা ক্ষেতের চারপাশে টি-আকৃতির খুঁটি স্থাপন করে পাখিদের বসার ব্যবস্থা করুন।

মটরশুঁটির ক্ষেত্রে এই প্রতিকারটি ব্যবহার করুন

মটর ফসলে শুঁটির ফলন বাড়াতে দুই শতাংশ ইউরিয়া দ্রবণ স্প্রে করতে হবে। এই সময়ে, যেসব কৃষক পেঁয়াজ বপন করেছেন তাদের ফসলে থ্রিপসের আক্রমণ হতে পারে এবং বেগুনি দাগে আক্রান্ত হতে পারে। অতএব, এটি ক্রমাগত পর্যবেক্ষণ করতে থাকুন। এছাড়া এদের আক্রমণ হলে প্রতি লিটার জলে তিন গ্রাম ডাইথেন এম-৪৫ এবং আঠালো পদার্থ টিপোল ১.০ গ্রাম প্রতি লিটারে প্রয়োজন অনুযায়ী স্প্রে করতে হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বড় পার্থক্য থাকলে বাঁধাকপি ফসলে ডায়মন্ড ব্যাক মথ সংক্রমণ হতে পারে। এটি নিয়ন্ত্রণের জন্য স্পিনোস্যাড ৪৫ SC প্রতি লিটার জলে 0.5 মিলি মিশিয়ে স্প্রে করুন।

English Summary: So cool! Agricultural advisory issued to farmers of Bengal
Published on: 08 January 2024, 02:38 IST