এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 15 October, 2022 10:57 AM IST
ছবিঃকৃষি জাগরন

কৃষিজাগরন ডেস্কঃ কালীপূজোর আনন্দ মাটি করে দিতে পারে বৃষ্টি। দুর্গাপূজার পর কালীপুজোতেও বৃষ্টির দাপট থাকবে কিনা তা নিয়ে চিন্তার শেষ নেই রাজ্যবাসীর।

আগামী ১৮ অক্টোবর আন্দামান সাগরে একটা ঘূর্ণবাত তৈরি হবে। ১৯ তারিখ সেই ঘূর্ণবাতর প্রভাব খানিকটা বঙ্গে পড়বে বলে জানা গেছে। এরপর কুড়ি অক্টোবর সমুদ্রপৃষ্ঠে শক্তি সঞ্চয় করে ঘূর্ণবাত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। 

আরও পড়ুুনঃ বাঙালীর শ্রেষ্ট উৎসবে ভিলেন সেই বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের  পক্ষ থেকে জানানো হয় আগামী তিন দিনের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে পারে। আগের থেকে বৃষ্টির হারও কমে গিয়েছে বলেও আবহাওয়া দফতর জানিয়েছে।

আজকের আবহাওয়া কেমন থাকবে ?

সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৪%

দক্ষিণবঙ্গের  আবহাওয়া  কেমন  থাকবে ?

 আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির হার আগের থেকে অনেকটা কমে যাবে। ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ভারি বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ১৬ তারিখের পর থেকে শুকনো আবহাওয়ার দেখা মিলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ অক্টোবর রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি চার জেলার আবহাওয়া শুকনো থাকবে।

আরও পড়ুনঃ  পূজোয় বাংলার আকাশে কালো মেঘর ছায়া, কি বলছে আবহাওয়া দফতর ?

English Summary: Stormy batting before departure, Monsoon is going to leave Bengal
Published on: 15 October 2022, 10:57 IST