রাজ্যে চলছে শীতের দুরন্ত ব্যাটিং। অবশেষে শীতের আসল আস্বাদ পাচ্ছে গোটা বঙ্গবাসী। ক্রমশ নামছে হিমের পারদ। দিন এসেছে সোয়েটার, কম্বল, আর চাদরের মুড়ি দিয়ে দিন কাটানর। পৌষের চতুর্থ দিনে ঠাণ্ডায় কাবু গোটা বাংলা। আবহাওয়া অফিসের মতে মরশুমের শীতলতম দিন আজ। আজ তাপমাত্রা ১১.২ ডিগ্রি । কদিন আগেই পারদ নেমে হয়েছিল ১৩ ডিগ্রি। সপ্তাহের শুরুতেই আরও দু ডিগ্রি কমল তাপমাত্রা। আগামী দু'দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সুতরাং বোঝায় যায় হাড় কাঁপানো শীত উপভোগ করতে চলেছে কলকাতা বাসী।
আজ শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আরও নামবে পারদ। তবে আপাতত নিম্নচাপ মুক্ত গোটা বাংলা। বৃষ্টির সম্ভাবনা নেই। তাই কনকনে ঠাণ্ডার মধ্যেই ক্রিসমাস এবং নিউ ইয়ার পালন করতে চলেছেন শহরবাসী। এদিকে উত্তরবঙ্গেও ঠাণ্ডার প্রবল প্রকোপ। দার্জিলিং এ সকাল ছিল প্রবল কুয়াশায় ঢাকা। তবে বেলা গড়াতেই পরিষ্কার ঝলমলে আকাশ। কলকাতার আকাশ সারাদিন থাকবে পরিষ্কার।
প্রসঙ্গত, শীত ছক্কা হাঁকাচ্ছে দিল্লিতে। রাজধানীতে আজ সকালে তাপমাত্রা নেমে দাড়ায় ৪ ডিগ্রিতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে। পাশাপাশি হরিয়ানা, উত্তরপ্রদেশের একাধিক জেলায় হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা। মানালিতে সারারাত হয়েছে তুষারপাত। কাশ্মীর এবং লাদাখে তাপমাত্রা শূন্যের নিচে। গোটা দেশেই আপাতত শীতের দাপট। অবশেষে দেশবাসী নিম্নচাপের ভ্রুকুটি কাটিয়ে উপভোগ করছেন শীত।