২০১৬ সালের সমস্ত রেকর্ড ভেঙে দিল ২০২৩।১৮৫০ সাল থেকে এখনও পর্যন্ত সবচেয়ে উষ্ণতম বছর হিসাবে রেকর্ড গড়ল ২০২৩।মঙ্গলবার,এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল ইউরোপের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস সংস্থা।এর আগে ২০১৬ সালকে পৃথিবীর উষ্ণতম বছর হিসাবে ধরা হত।
১৮৫০-১৯০০ সাল পর্যন্ত যে গড় উষ্ণতা তার থেকে গত বছর ১.৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।এবং ২০১৬ সাল থেকে ০.১৭ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ২০২৩।যা নিসন্দেহে চিন্তার বিষয়।
আরও পড়ুনঃ একসময় ৪০ হাজার প্রজাতির ধানের চাষ,বর্তমানে বিলুপ্ত,ফিরিয়ে আনতে মরিয়া সরকার
ওয়ার্ল্ড মেট্রোলজিকাল অর্গানাইজেসানের দাবি,অক্টোবর মাস পর্যন্ত যে তথ্য সংগ্রহ করা হয়েছে তার উপর ভিত্তি করে ২০২৩ কে সবচেয়ে উষ্ণতম বছর ঘোষনা করা হয়েছে।নভেম্বর ও ডিসেম্বের তথ্য না থাকলেও ,বিজ্ঞানিদের ধারনা পরিস্থিতি খুব একটা বদল হবে না।
আরও পড়ুনঃ কোন জাতের ছাগল পালনে লাভ বেশি? কৃষি জাগরনের মতে তিনটি সেরা জাত
কেন সবথেকে উষ্ণতম বছর ২০২৩?
এর মূর কারন হিসাবে আমাদের বায়ুমন্ডলে ক্রমাগত বাড়তে থাকা গ্রীনহাউস গ্যাসকে দায়ী করা হয়েছে।গ্রীনহাউস গ্যাস যেমন কার্বন-ডাই-অক্সাইড সূর্য থেকে আসা রশ্মি আটকে রাখে যার ফলে পৃথিবীর গড় উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকে মানুষ ক্রমাগত প্রাকৃতিক জ্বালানী যেমন-কয়লা,প্রাকৃতিক গ্যাসের মাত্রারিক্ত ব্যবহার গ্রীনহাউস গ্যাস বৃদ্ধির অন্যতম কারন।যার ফল স্বরুপ পৃথিবীর গড় উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।বিশেষত শেষ কয়েকটি দশকে।
কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এবং কোপার্নিকাস অ্যাটমোস্ফিয়ার মনিটারিং সার্ভিস-এর মতে ২০২৩ সালে বায়ুমন্ডলে গ্রীনহাউস গ্যাসের মাত্রা সর্বোচ্চ পরিমানে পৌঁছেছে।
২০২৩-সালে বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইড-এর মাত্রা ২.৪ পার্টস পার মিলিয়ন বৃদ্ধি পেয়েছে।মিথেন গ্যাস বৃদ্ধি পেয়েছে ১১ পার্টস পার বিলিয়ন।