কৃষিজাগরন ডেস্কঃ সিত্রাংয়ের পর থেকে রাজ্যে তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সেই সঙ্গে ভোরের দিকে হালকা শিরশিরানি হাওয়াও দিচ্ছে। জেলায় জেলায় সকালের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। সকালের দিকে, আবহাওয়া বেশ মনোরম থাকছে। আপাতত ৪ থেকে ৫ দিন বৃষ্টির কোনও সম্ভবনা নেই।
কলকাতায় আজ মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক ৮২ শতাংশ। কাল দিনের তাপমাত্রা সামান্য কমে হয়েছে ৩০.৯° ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ২১.৮° ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।
আরও পড়ুনঃ Bengal Cyclone News: কালীপূজোর আগে বৃষ্টিতে ভাসতে চলছে রাজ্য
আজকের আবহাওয়া কেমন থাকবে ?
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৫%
আরও পড়ুনঃ সিত্রাংয়ের পরেই রাজ্যে ঠান্ডা আবহাওয়া,কবে থেকে পড়বে ঠাণ্ডা ?
ইতিমধ্যেই জেলায় জেলায় তাপমাত্রার পারদ পড়তে শুরু করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম সহ উত্তর বঙ্গের জেলা গুলিতে অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। অনেকেই হালকা গরম চাদর বের করতে শুরু করেছেন জেলাগুলিতে। উত্তরবঙ্গে জেলা গুলিতে সকালের দিকে কুয়াশা দেখা দিচ্ছে। পার্বত্য এলাকা গুলিতে তাপমাত্রার পারদ আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এই মুহূর্তে আগামী ৪ থেকে ৫ দিন পশ্চিমবঙ্গে উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। বঙ্গোপসাগরে সিস্টেম কোনও না থাকায় দক্ষিণা বাতাসের প্রভাব কমবে। এর পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। এই মুহূর্তে রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।