অবশেষে স্বস্তি। তাপ প্রবাহের কাল কাটিয়ে আসছে বর্ষা। আজ সকাল থেকেই বঙ্গের বহু জেলায় হয়েছে ভারী বৃষ্টিপাত। শুরু হয়ে গিয়েছে বর্ষার আগমনের প্রস্তুতি। বেশ কিছু জেলায় চলছে প্রাক বর্ষা। যদিও পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ এখনও চলছে। তবে দক্ষিণবঙ্গে হচ্ছে স্বস্তির বৃষ্টি। উত্তরবঙ্গে আগামি কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হতে পারে প্লাবন।
IMD’ র আপডেট অনুযায়ী বর্তমানে তৈরি হয়েছে বর্ষা আসার অনুকূল পরিবেশ। ইতিমধ্যেই সক্রিয় হচ্ছে দক্ষিণ- পশ্চিম মৌসুমি বায়ু। আজ দক্ষিণের জেলাগুলিতে সারাদিন ব্যাপি আকাশ থাকবে মেঘলা। পাশাপাশি দিনভর দু থেকে তিনবার বজ্রবিদ্যুৎ সহ হতে পারে বৃষ্টি। এছাড়াও আবহাওয়া অফিসের পূর্বাভাস এই সপ্তাহেই বঙ্গে ঢুকবে বর্ষা। বেশ কয়েকটি জেলায় গোটা সপ্তাহ জুড়ে হবে বৃষ্টি। সোমবার থেকেই হবে এর সূত্রপাত।
আরও পড়ুনঃ মিয়াজাকি আম চাষের সঠিক পদ্ধতি! চারা কোথায় পাবেন? রইল বিস্তারিত
হাওয়া অফিসের সুত্র অনুযায়ী, এতদিন উত্তরবঙ্গের অন্যন্য জেলায় বৃষ্টিপাত হলেও মালদা জেলায় বৃষ্টির মুখ দেখেনি জনগণরা। তাই তাঁদের জন্য সুখবর। এবার সোমবার থেকে টানা বৃষ্টি হতে চলেছে এই জেলায়। এতদিন ধরে গরমের দাবদাহে প্রচুর ক্ষতি হয়েছে পাট চাষে। এবার বর্ষা শুরু হলে ধান এবং পাট চাষিদের কাছে খুশির খবর।
আরও পড়ুনঃ মিয়াজাকি আম চাষের সঠিক পদ্ধতি! চারা কোথায় পাবেন? রইল বিস্তারিত
বর্ষায় মুলত আমন ধান চাষ করা হয়। বর্ষা শুরু হলে কৃষকরা আমন ধানের বীজ তলা তৈরি করা শুরু করে। তাই এখন কৃষকরা অপেক্ষা করছে বর্ষার। বৃষ্টি শুরু হলেই আমন ধান চাষের প্রক্রিয়া শুরু হবে। আষাঢ় মাসের শুরুই হল এক বৃষ্টির দিন দিয়ে। আজ সকালেই বঙ্গের একাংশের আকাশ ঢেকে ছিল কালো মেঘে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে হয়েছে ঝেপে বৃষ্টি। আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।