বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 29 September, 2022 3:44 PM IST

স্বস্তির খবর বঙ্গবাসীর জন্য।আগামীকাল অর্থাৎ শনিবার থেকে দক্ষিনবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে চলেছে।গত কয়েকদিন ধরে। স্বস্তি তো নেই-ই। বরং একদিকে বর্ষার (Rain) ঘাটতি আর অন্যদিকে গরমের জেরে নাজেহাল শহরবাসী। বিক্ষিপ্ত বৃষ্টিতে অনেকটাই বেড়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে চূড়ান্ত অস্বস্তি বজায় রয়েছে রাজ্যে।আপাতত কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই দক্ষিণবঙ্গকে সন্তুষ্ট থাকতে হবে। তারইমধ্যে আজ (শুক্রবার) উত্তরবঙ্গের তিন জেলার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ বর্ষায় বৃষ্টি কম, কাল থেকে দক্ষিন সহ উত্তরে বাড়তে চলেছে বৃষ্টি

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার দাক্ষিণ্য তেমন জোটেনি। জুন মাসে ৪০ শতাংশ ছিল বৃষ্টির ঘাটতি। মনে করা হচ্ছিল জুলাই মােস সেই ঘাটতি অনেকটাই কমে যাবে। কিন্তু তা হয়নি। উল্টে বর্ষার আকাল দেখা দিয়েছে। তার জেরে জুলাই মাসে বৃষ্টির ঘাটতি বেড়ে ৪৬ শতাংশ হয়ে গিয়েছে। মাস শেষ হওয়ার পথে। শেষ সপ্তাহেও তেমন বৃষ্টির আশা দেখাতে পারেনি হাওয়া অফিস। যে বৃষ্টি হবে তাতে বর্ষার বৃষ্টির ঘাটতি মিটবে না। এতে বিপুল ক্ষতির মুখে পড়ছেন চাষিরা।

উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা

  • দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
  • কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
  • কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
  • জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
  • আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ আরও বাড়বে বৃষ্টি, মুম্বাইয়ে জারি লাল সর্তকতা

দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা

  • পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
  • বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
  • বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
  • নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
  • পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
  • বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

 

English Summary: The wait is over! And in a few moments, the entire South Bengal including Kolkata will be flooded with rain
Published on: 22 July 2022, 11:23 IST