বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 14 December, 2022 8:00 PM IST
এবার বঙ্গে শীতের আমেজ,দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

নভেম্বর যেতে না যেতে রাজ্য চলে আসে শীতের আমেজ। দিন যত এগিয়েছে ততই কম হতে শুরু হয়েছিল ফ্যানের রেগুলেটরের স্পিড । এবার ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেখা যাচ্ছে রাজ্যের পারদ ফের ঊর্ধ্বমুখী। চলুন দেখে নেওয়া যাক কেমন থাকতে চলেছে বঙ্গের আবহাওয়া ?

গতকালকের মতো আজও কিছু টা বাড়ল কলকাতা-সহ বিভিন্ন জায়গার তাপমাত্রা। এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায়ে ২ ডিগ্রি কম । তবে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হচ্ছে যে দু এক দিনে মধ্যে বাড়তে পারে তাপমাত্রা ।

আরও পরুন : বেআইনি পোস্তচাষে রাশ টানতে বিশেষ পদক্ষেপ পুলিশের..

আগামী ২৪ ঘন্টার মধ্যে কলকাতা ও তার নিকটবর্তী এলাকায় বাড়তে চলেছে তাপমাত্রা । এরই পূর্বাভাস দিছে আবহাওয়ার দফতর । আবহবিদরা জানাচ্ছে আকাশ পরিষ্কার থাকবে। এরই পাশাপাশি আবহাওয়াবিদরা বলছেন যে তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের তুলনায়ে ২ ডিগ্রি বেশি। সোমবার তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি হাওড়াতে গতকাল পারদ ছিল ২০.০০ ডিগ্রি সেলসিয়াস আর আজ বুধবার পারদ ২৮.০০ - ১৬.০০ ডিগ্রি সেলসিয়াস । দক্ষিণ ২৪ পরগনা আজ পারদ ২৮.০০ - ১৭.০০ ডিগ্রি সেলসিয়াস গতকালের তুলনায়ে ২৯.০০ - ১৬.০০ ডিগ্রি সেলসিয়াস কম । বর্ধমানে গতকাল ২০.০০ - ১৬.০০ ডিগ্রি সেলসিয়াস ২৮.০০ - ১৪.০০ ডিগ্রি সেলসিয়াস যা কি আজ ভালই ঠাণ্ডা পরবে ।

আরও পরুন : Pakistan নিয়ে ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক! বিরাট সিদ্ধান্ত দিল্লির

আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় পারদ আরও কম হবার সম্ভবনা রয়েছে । ফের একবার বঙ্গের শীতের আমেজ অনুভব করা যাবে। কিন্তু শীত কবে থেকে জাঁকিয়ে পড়তে চলেছে তার কোন ও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।

English Summary: This is the mood of winter in Bengal, see how the weather will be today
Published on: 14 December 2022, 05:54 IST