এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 14 December, 2022 8:00 PM IST
এবার বঙ্গে শীতের আমেজ,দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

নভেম্বর যেতে না যেতে রাজ্য চলে আসে শীতের আমেজ। দিন যত এগিয়েছে ততই কম হতে শুরু হয়েছিল ফ্যানের রেগুলেটরের স্পিড । এবার ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেখা যাচ্ছে রাজ্যের পারদ ফের ঊর্ধ্বমুখী। চলুন দেখে নেওয়া যাক কেমন থাকতে চলেছে বঙ্গের আবহাওয়া ?

গতকালকের মতো আজও কিছু টা বাড়ল কলকাতা-সহ বিভিন্ন জায়গার তাপমাত্রা। এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায়ে ২ ডিগ্রি কম । তবে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হচ্ছে যে দু এক দিনে মধ্যে বাড়তে পারে তাপমাত্রা ।

আরও পরুন : বেআইনি পোস্তচাষে রাশ টানতে বিশেষ পদক্ষেপ পুলিশের..

আগামী ২৪ ঘন্টার মধ্যে কলকাতা ও তার নিকটবর্তী এলাকায় বাড়তে চলেছে তাপমাত্রা । এরই পূর্বাভাস দিছে আবহাওয়ার দফতর । আবহবিদরা জানাচ্ছে আকাশ পরিষ্কার থাকবে। এরই পাশাপাশি আবহাওয়াবিদরা বলছেন যে তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের তুলনায়ে ২ ডিগ্রি বেশি। সোমবার তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি হাওড়াতে গতকাল পারদ ছিল ২০.০০ ডিগ্রি সেলসিয়াস আর আজ বুধবার পারদ ২৮.০০ - ১৬.০০ ডিগ্রি সেলসিয়াস । দক্ষিণ ২৪ পরগনা আজ পারদ ২৮.০০ - ১৭.০০ ডিগ্রি সেলসিয়াস গতকালের তুলনায়ে ২৯.০০ - ১৬.০০ ডিগ্রি সেলসিয়াস কম । বর্ধমানে গতকাল ২০.০০ - ১৬.০০ ডিগ্রি সেলসিয়াস ২৮.০০ - ১৪.০০ ডিগ্রি সেলসিয়াস যা কি আজ ভালই ঠাণ্ডা পরবে ।

আরও পরুন : Pakistan নিয়ে ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক! বিরাট সিদ্ধান্ত দিল্লির

আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় পারদ আরও কম হবার সম্ভবনা রয়েছে । ফের একবার বঙ্গের শীতের আমেজ অনুভব করা যাবে। কিন্তু শীত কবে থেকে জাঁকিয়ে পড়তে চলেছে তার কোন ও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।

English Summary: This is the mood of winter in Bengal, see how the weather will be today
Published on: 14 December 2022, 05:54 IST