এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 24 October, 2020 12:30 PM IST
Weather update

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ বিগতকাল রাত থেকেই পরিবর্তন করেছে নিজের অভিমুখ। ফলে পরিবর্তন এসেছে রাজ্যের আবহাওয়ায়। সকাল থেকেই বৃষ্টি নেই, রোদ ঝলমলে আকাশ বাংলায়। আইএমডি-র তথ্য অনুসারে,  শক্তিশালী নিম্নচাপটি গতিমুখ বাংলাদেশের দিকে। তবে নিম্নচাপ ক্রমশ সরতে শুরু করলেও উপকূলীয় অঞ্চলে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।

মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি প্রথমে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা অভিমুখে ছিল। তার জেরেই গত বৃহস্পতিবার এবং গতকাল সকাল থেকেই প্রায় সারাদিন বৃষ্টি চলেছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল কলকাতা সহ হাওড়া, হুগলী, নদিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। তবে মৎস্যজীবীদের জন্য এখনও রয়েছে সতর্কতা।

আজকের আবহাওয়া (Today’s weather) -

আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে নিম্নচাপটি। সেই সঙ্গে নিজের শক্তি হারিয়ে তা কিছুটা দুর্বলও হয়ে গেছে। তাই এর জেরে উপকূল লাগোয়া এলাকায় বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোন প্রভাব পড়বে না।  

পরবর্তী ২৪ ঘন্টায় সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাস - 

আসন্ন ২৪ ঘণ্টায় নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, দক্ষিণ আসাম এবং পূর্ব অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো বাতাসের সাথে কোথাও কোথাও বজ্রপাতসহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলীয় কর্ণাটক এবং দক্ষিণ অভ্যন্তর কর্ণাটক ও তামিলনাড়ুর কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্য মহারাষ্ট্রে, কোঙ্কন গোয়া, কেরল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Image source - Google

Related link - (Weather update) ক্রমশ শক্তিশালী নিম্নচাপ - জারি কমলা সতর্কবার্তা আইএমডি-র

English Summary: Today’s weather report - Rainfall expected in many parts of Bengal
Published on: 24 October 2020, 12:30 IST