এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 12 February, 2024 11:54 AM IST
প্রতীকী ছবি।

বসন্ত কড়া নাড়ছে দরজায়। কিন্তু শীতের যেন বিদায়ের সুর বাঁধার মন নেই। কয়েক দিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও মাঝে মধ্যেই কনকনে ঠান্ডা টের পাচ্ছেন বঙ্গবাসী।তবে আজ, সোমবার থেকেই হাওয়া বদলের পূর্বাভাস আবহাওয়া দফতরের। কমবে উত্তর-পশ্চিমের শীতল হওয়ার প্রভাব। বাড়বে দখিনা বাতাস ও পূবের বাতাসের দাপট। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা আরও বাড়তে পারে বলে অনুমান।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভিজতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির রেশ থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত থেকে রেহাই না পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলারও। 

আরও পড়ুনঃ আবহাওয়ার খামখেয়ালিপনা! কেমন থাকবে সরস্বতী পূজোয় আকাশের অবস্থা ? এখনি বড় আপডেট দিল হাওয়া অফিস

কেমন থাকবে দক্ষিনবঙ্গের আবহাওয়া?

আগামিকাল মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার আকাশে মেঘের সঞ্চার এবং তার পরদিন রাজ্যের এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সাধারণত শীতের আমেজ আর প্রায় কিছুই অবশিষ্ট থাকে না বাংলার দক্ষিণের জেলাগুলোয়।

একনজরে দেখে নেওয়া যাক আজ কলকাতায় আবহাওয়া কেমন থাকবে ?

সোমবার থেকে ফের বাড়বে কলকাতার তাপমাত্রা।সরস্বতী পুজোয় ফের কুড়ি ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। ২৪ ঘণ্টায় থাকবে শীতের আমেজ।হাওয়া অফিস সুত্রে খবর,আগামী দুদিন তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৭ থেকে ৯০ শতাংশ।

আরও পড়ুনঃ পাকাপাকি ভাবে বিদায় নিচ্ছে শীত,বড় আপডেট হাওয়া অফিসের

আজ উত্তরের আবহাওয়া কেমন থাকবে ?

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ভ্রুকুটি দেখা দিচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং-এ বৃষ্টি হতে পারে।সঙ্গে শীলা বৃষ্টির সম্ভবানা রয়েছে দার্জিলিং ও কালিম্পং-এ।উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আপতত কুয়াশাচ্ছন্ন থাকবে।আগামী তিন দিন কমতে পারে তাপমাত্রা। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।

English Summary: today-weather-predicted-heavy-rain-8-districts-saraswati-puja
Published on: 12 February 2024, 11:54 IST