এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 15 December, 2022 10:58 AM IST
Today weather report (সংগৃহীত ছবি)

গত কয়েক দিন ধরে তাপমাত্রার ওঠা-নামার জন্য সেভাবে শীতের দেখা মেলেনি। তবে হঠাৎ ছন্দপতন আবহাওয়ার। অবশেষে শীত প্রিয় মানুষদের আশারবাণী শোনালো হাওয়া অফিস। সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ ফিরবে বঙ্গে। আজ থেকেই পশ্চিমের জেলাগুলিতে উত্তরে হওয়া শুরু হয়ে গিয়েছে। শুক্রবার থেকেই রাজ্যের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমবে।

আজ সকাল থেকেই শীত শীত ভাব বিরাজমান শহর কলকাতায়। আকাশ সারাদিন পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে একডিগ্রি বেশি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ৪৯ শতাংশ। আগামী কাল থেকে অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত জাঁকিয়েপড়বে শীত।

আবহাওয়া দফতর সুত্রে খবর, কলকাতা ও উপকূলের জেলা গুলিতে আগামী কাল থেকে বইবে উত্তুরে হাওয়া। ফলে স্বাভাবিকভাবেই দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হলেও কমবে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তুরে হাওয়ার প্রবেশ করতে শুরু করেছে। আগামী কয়েকদিন দক্ষিণ বঙ্গে ভোরের দিকে কুয়াশা থাকবে, তবে দিনে আকাশ পরিষ্কার থাকবে।

সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এছারাও আগামী শনিবার দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মাঝারি কুয়াশার সতর্কতা। দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তর বঙ্গেও শীতের দাপট চলবে। সঙ্গে হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন আবহাওয়া এমনই থাকবে। শীতের দাপট বজায় থাকবে দুই বঙ্গে।   

English Summary: Today weather report 15.12.2022
Published on: 15 December 2022, 10:56 IST