ডিসেম্বরের মাঝামাঝি সময় এসে গেলেও বঙ্গবাসীর কাছে শীত এখনও অধরা। চলতি সপ্তাহের শেষের দিকে পারদ কিছুটা হলেও নামতে পারে। তবে আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।
আজ মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘাছন্ন থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশাছন্ন পরিবেশ বিরাজ মান। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি উপরে। গতকালের তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
ঘূর্ণিঝড় (Cyclone) মান্দাস (Mandous) শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত রূপে পরিণত হয়েছিল। রবিবার থেকে ক্রমশ দুর্বল হতে শুরু করেছে মান্দাস। ঘূর্ণাবর্তটি অবস্থান করছে দক্ষিণের তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা সংলগ্ন এলাকায়। এটি ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। এবং ভারতের উপকূল থেকে দূরে সরে যাবে। আগামী ২৪ ঘণ্টায় তামিলনাড়ু, কেরল, কর্নাটক, মাহে, রায়লসীমা এবং অন্ধপ্রদেশের কিছু অংশে বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। যার জন্য আগাম সতর্ক বার্তা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। তবে আন্দামান সাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী এই নিম্নচাপ দক্ষিণ আন্দামান সাগরে থেকে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শ্রীলঙ্কার দিকে যেতে পারে।