অত্যাধিক গরম! তড়িঘড়ি স্কুল কলেজ বন্ধের নির্দেশ মমতার, কি বলছে হাওয়া অফিস

রাজ্যে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। রোদের তাপে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর। আপাতত চলবে গরমের স্পেল।

Rupali Das
Rupali Das
অত্যাধিক গরম! তড়িঘড়ি স্কুল কলেজ বন্ধের নির্দেশ মমতার, কি বলছে হাওয়া অফিসের

রাজ্যে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। রোদের তাপে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর। আপাতত চলবে গরমের স্পেল। রাজ্যের বেশিরভাগ জেলাতেই চলবে তীব্র তাপপ্রবাহ। তারই মধ্যে গরমের বাড়বাড়ন্ত দেখে বিশেষ সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যাধিক গরমের কারণে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

আবহাওয়া দফতর সুত্রের খবর আগামী সপ্তাহেও গরমের দাবদাহ বাড়বে আরও। রাজ্যের বেশিরভাগ জেলায় চলবে তাপপ্রবাহ। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে দেওয়া হয়েছে কমলা সতর্কতা। তাই আবহাওয়ার ওপর নজর রেখে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি।

আরও পড়ুনঃ  Profitable Farming: তেলের দাম ২০ হাজার টাকা, চাহিদা বাড়ছে এই সুগন্ধি চাষে

বেসরকারি প্রতিষ্ঠানগুলিও বন্ধের অনুরোধ করেছেন মমতা। আগামী ২ রা মে থেকে গ্রীষ্মের ছুটির নির্দেশ দিয়েছিল রাজ্য শিক্ষা দফতর। সেই বিষয়ে জারি করা হয়েছে নির্দেশিকা। তবে তার আগে গরমের হাল হকিকত দেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। হাওয়া অফিস সুত্রের খবর আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং আরও ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা।  

আরও পড়ুনঃ  নিশানায় কেজরি! সিবিআইয়ের মুখোমুখি দিল্লির মুখ্যমন্ত্রী

তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়াবিদ থেকে চিকিৎসক জনগণদের দিচ্ছে নানা রকম সতর্কতা। খুব দরকার না হলে বাড়ি থেকে বেরোতে বারণ করছেন চিকিৎসকরা। শরীরে  জলশূন্য যাতে না হয় সেদিকে নজর দিতে হবে। তবে এই গরমে মুখে হাসি ফুটছে এক অংশের। রাস্তার ধারে যারা পানীয় বিক্রি করে। তীব্র গরমে জনগণ চুমুক দিচ্ছে ডাবের জল এবং আখের রসে।

Published On: 16 April 2023, 04:13 PM English Summary: Too hot! Mamata's orders to close schools and colleges immediately, what does the office say?

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters