একে মনদাউস দোসর আরও একটি সাইক্লোন। আরও একটি সাইক্লোন তৈরির আশঙ্কা জানিয়েছে হাওয়া অফিস। দুই উপকুলেই চলবে নিম্নচাপের দাপট। কারণ বঙ্গোপসাগর-আরবসাগর দুই জায়গাতেই গভীর সাইক্লোন তৈরির আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আরও একটি সাইক্লোন তৈরির সম্ভাবনা রয়েছে আন্দামান সাগরে। আগামী ৪৮ ঘণ্টায় আন্দামান সাগর হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে।মনদাউস বর্তমানে শক্তি হারাতে শুরু করেছে। এখন এই সাইক্লোন ঘূর্ণাবর্ত রূপে রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরলে। আগামী দু দিন এর প্রভাব থাকবে তিনটি রাজ্যে।পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় আরব সাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে ১৩ই ডিসেম্বর প্রচুর বৃষ্টি হবে কেরলে।দক্ষিন আন্দামান সাগরে যে সাইক্লোন তৈরি হবে সেটি আগামীকাল সাইক্লনিক স্টর্মে পরিণত হতে পারে।এর জেরে আগামী দুই দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরলে।বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও আংশিক মেঘলা থাকবে আকাশ। পাশাপাশি তাপমাত্রা হতে পারে নিম্নমুখী।
English Summary: Twin cyclone frown! Both coasts will shake