এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 29 January, 2024 11:44 AM IST
মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়ে যেতে পারে বৃষ্টি।

মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়ে যেতে পারে বৃষ্টি। সেই সঙ্গে ঠান্ডাও তুলনায় অনেক কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের প্রথম দিনে শীতের ভরপুর মেজাজ রয়েছে শহর থেকে জেলা, সর্বত্র। তবে আবহাওয়ার এই পরিস্থিতি অচিরেই বদলে যাবে। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে। ভিজতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া। 

আরও পড়ুনঃ বঙ্গে আসতে চলেছে গ্রীষ্মের দাবদাহ,তবে কী রাজ্য থেকে বিদায় নিল শীত ?

পৌষ সংক্রান্তির পর আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছিল বঙ্গে। ঠান্ডা শীতের আমেজ উপভোগ করছিল বঙ্গবাসী।তবে তার মাঝে হয়েছে কয়েক পশলা বৃষ্টি। আজ বুধবার সকাল থেকে ফের আকাশের মুখ ভার। ঠান্ডা রয়েছে তবে অনেকটাই কম। আজ কলকাতার তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। হতে পারে বৃষ্টি।একনজরে দেখে নেওয়া যাক আজ গোটা রাজ্যে কেমন থাকবে আবহাওয়া।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে। ভিজতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া।পুরুলিয়া জেলায় বিভিন্ন এলাকায় আজ আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুনঃ আজ রাজ্য ভারী বৃষ্টির পূর্বভাস,সঙ্গে শীতের দাপদ,চার জেলায় জারি সতর্কতা

তবে ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশায় ঢাকা থাকবে বিভিন্ন এলাকা। হাওয়া অফিস জানিয়েছে, জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী কয়েক দিন।

মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। তবে, তুষারপাত হতে পারে দার্জিলিং-এ। বৃহস্পতিবার আবহাওয়া বেশ শুষ্কই থাকবে বলে খবর। সব মিলিয়ে আজ তেমন আবহাওয়ায় পরিবর্তন হবে না। রোদ ঝলমনে আকাশ দেখর জন্য অপেক্ষা করতে হবে। আজ আবহাওয়ার তেমন পরিবর্তন না হলেও হতে পারে বৃষ্টি।

English Summary: "warning-issued-in-five-districts-due-to-rain-forecast"
Published on: 29 January 2024, 11:44 IST