গত কয়েকদিন ধরে বৃষ্টির দাপটে শীত উধাও বঙ্গে।তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী,এই চিত্রটা কিছুটা বদল হতে চলেছে।তবে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও শনিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট বজায় থাকবে।যার জেরে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচলে।ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা।ঘন কুয়াশার জেরে গঙ্গাসাগরে কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ যাওয়ার ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
বঙ্গবাসীর মনে এখন একটাই প্রশ্ন তবে কি সোয়েটার-কম্বল তুলে রাখার পালা এসে গেল? নাকি, মেঘাচ্ছন্ন আবহাওয়া কাটিয়ে রোদ উঠলে ফের শীতের পড়বে? বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।শুক্রবারের পর শনিবার রাজ্যের একাধিক জেলায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে সকালের দিকে। সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।
আরও পড়ুনঃ অসময়ের বর্ষাকাল কবে পিছু ছাড়বে বাংলার ?রইল আবহাওয়ার গুরুত্বপূর্ন আপডেট
আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। তবে শুক্রবারের থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি।
আজ কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে ?
ভরা মাঘেই একবারে উধাও শীতের আমেজ! বৃষ্টি সঙ্গে দোসর মাঘাচ্ছন্ন আকাশ।তাই জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।তবে আজ থেকে বৃষ্টি কমবে বাংলায়।বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় ঘন কুয়াশার চাদরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা।ফলে মাধ্যমিকের দ্বিতীয় দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কিছুটা অসুবিধা হতে পারে পরীক্ষার্থীদের।
আরও পড়ুনঃ উধাও শীতের আমেজ, বৃষ্টির দাপট রাজ্যে,জারি সতর্কতা
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শনিবার। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশে ভালো পরিমাণ মেঘ থাকবে। রৌদ্রোজ্জ্বল ঝকঝকে সকাল দেখার সম্ভাবনা কম থাকবে। কমতে পারে তাপমাত্রার পারদ।