আবহাওয়ার খামখেয়ালিপনায় অতিষ্ঠ বঙ্গজনজীবন। বৃষ্টির অন্ধকার ছায়া এখনও কাটছেনা বাংলার মাথা থেকে। যদিও বৃষ্টির পর শীতের আগমন ফের হচ্ছে কিন্তু ধীর গতিতে। আকাশ মেঘলা কিন্তু কুয়াশার চাদরে মোড়া গোটা কলকাতা। সঙ্গে হিমেল হাওয়া। তাহলে কি আবার নিজের ছন্দে ফিরছে শীত। আবহাওয়া অফিসের মতে শীত ফিরছে কিন্তু ধীর গতিতে। আর কতদিন শীতের স্থায়িত্ব সেই নিয়েও কোনও তথ্য নেই হাওয়া অফিসের কাছে।
তবে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বঙ্গের মাথা থেকে আপাতত কেটেছে পশ্চিমী ঝঞ্ঝার কাটা। সব পেরিয়ে অবশেষে বঙ্গে ফিরছে শীত। সামনে বাঙালির সরস্বতী পুজো আর এই পুজো নিয়ে প্রচুর জল্পনা কল্পনা থাকে বঙ্গবাসীর। তবে গত দুবছর ধরে এই পুজোর ওপর করোনার প্রকোপ এবছর দোসর বৃষ্টি। আবহাওয়া অফিসের মতে সরস্বতী পুজোর দিন ঝাপিয়ে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে। আরও একটি ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগরে প্রচুর জ্বলীয় বাষ্প তৈরি হয়েছে। আর তার জেরেই আগামী ৪ই ফেব্রুয়ারি এবং ৫ই ফেব্রুয়ারি ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ থাকবে মেঘলা। বেলা বাড়লে উঁকি দেবে রোদ। উল্লেখ্য, আবহবিদরা বলছেন, যেভাবে ক্রমেই ঘন ঘন বদলাচ্ছে বঙ্গের আবহাওয়া তাতে বেশ ক্ষতি হচ্ছে বঙ্গের জলবায়ু। আর তার সরাসরি প্রভাব পড়ছে চাষের ক্ষেত্রে। এইভাবে আবহাওয়ার পরিবর্তন হতে থাকলে এই বছর ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুনঃ বঙ্গজুড়ে ঝড়, বন্যা, বজ্রপাত ও খরার ভ্রুকুটি! কোন আশঙ্কায় চিন্তার ভাঁজ আবহবিদদের কপালে?
আরও পড়ুনঃ ১২১ বছরের রেকর্ড বৃষ্টি, দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতে পারদ আরও কমবে