এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 20 January, 2022 10:41 AM IST
Image credit- Google

বেশ কিছুদিন ধরেই বেশ ভালোই শীত উপভোগ করছে বঙ্গবাসী। তবে এই শীতের সুখ আর বেশি দিন নয়। নজর লেগেছে পশ্চিমী ঝঞ্ঝার। আগামী কাল থেকেই বৃষ্টির মুখ দেখবে কলকাতা সহ বাংলার ৫টি জেলা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ২১ শে জানুয়ারি থেকে শুরু হবে বৃষ্টি এবং এই বৃষ্টি চলবে ২৪শে জানুয়ারি পর্যন্ত। এই বৃষ্টির পর কি আবার ফিরবে শীত? সেই নিয়ে অবশ্য কোনও তথ্য নেই আবহাওয়া অফিসের কাছে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ আবহাওয়া শুস্ক। শুক্রবার বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কলকাতা সহ  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুরে। তবে বাড়বে তাপমাত্রাও। তপমাত্রা বেড়ে হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে ৮ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে।

একই চিত্র উত্তরবঙ্গেও। আবারও হতে চলেছে আবহাওয়ার পরিবর্তন। আগামীকাল থেকে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলা গুলিতে। সঙ্গে রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। আজ দার্জিলিং এ তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের দিকে নামবে ৪ ডিগ্রিতে। পাশাপাশি আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা  ২৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪° সেলসিয়াস।

আরও পড়ুনঃ LIC ভাগ্য লক্ষ্মী যোজনা: এই স্কিমটি নিম্ন আয়ের লোকদের জন্য খুবই বিশেষ, আপনি কিনলে প্রচুর সুবিধা পাবেন

আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবস 2022: আমন্ত্রিতদের তালিকায় এবার ফ্রন্টলাইন শ্রমিক এবং অটো চালক

English Summary: Weather update in west Bengal heavy rain fall in Kolkata
Published on: 20 January 2022, 10:41 IST