Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 18 March, 2023 4:45 PM IST
Weather Update: রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টির ইনিংস! সতর্কতা জারি ১০ জেলায়

ঝড়ের দাপট কমলেও আগামী কয়েকদিন বঙ্গে চলবে বৃষ্টির তাণ্ডব। দুই বঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জায়গা প্রকৃতির খেলায় বিধ্বস্ত হয়েছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী দু দিন দুই বঙ্গেই জারি থাকবে বৃষ্টি সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

আগামীকাল রাজ্যের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে সব জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে সেগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।
এদিকে উত্তরবঙ্গে আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। ইতিমধ্যেই দার্জিলিঙে শিল পড়ে সারা রাস্তা হয়েছে সাদা।
শিলিগুড়িতে চলছে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। ঝড় বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত।
হাওয়া অফিসের সুত্রের খবর বঙ্গোপসাগরে দুটি বিপরীত ঘূর্ণাবর্তের মিলনের সংঘাতে এই পরিস্থিতি হয়েছে।
আপাতত বঙ্গের আকাশ পরিষ্কার থাকবে না বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। আগামী ৪ দিন একই পরিস্থিতি থাকবে।

আপাতত বঙ্গের আকাশ পরিষ্কার থাকবে না বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। আগামী ৪ দিন একই পরিস্থিতি থাকবে। উইকএন্ডে প্রকৃতি আরও গম্ভীর হবে দিঘায়। শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সঙ্কা মেদিনীপুর জেলায়।

আরও পড়ুনঃ  Kalbaishakhi তাণ্ডব করবে কালবৈশাখী! বইবে ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

English Summary: Weather Update: Innings of heavy rain across the state! Warning issued in 10 districts
Published on: 18 March 2023, 04:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)