ঝড়ের দাপট কমলেও আগামী কয়েকদিন বঙ্গে চলবে বৃষ্টির তাণ্ডব। দুই বঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জায়গা প্রকৃতির খেলায় বিধ্বস্ত হয়েছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী দু দিন দুই বঙ্গেই জারি থাকবে বৃষ্টি সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
আপাতত বঙ্গের আকাশ পরিষ্কার থাকবে না বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। আগামী ৪ দিন একই পরিস্থিতি থাকবে। উইকএন্ডে প্রকৃতি আরও গম্ভীর হবে দিঘায়। শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সঙ্কা মেদিনীপুর জেলায়।
আরও পড়ুনঃ Kalbaishakhi তাণ্ডব করবে কালবৈশাখী! বইবে ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা
English Summary: Weather Update: Innings of heavy rain across the state! Warning issued in 10 districts
Published on: 18 March 2023, 04:45 IST