এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 18 December, 2022 10:54 AM IST
west bengal weather update (Image source: Google)

পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত রাজ্যে। রাজ্যে পারদ ক্রমশ নিম্নমুখী। আজ রবিবার শহর কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি থাকলেও, একাধিক জেলায় পারদ ১০ ডিগ্রিতে নেমে গিয়েছে। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা কুয়াশাছন্ন ছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়ে আগামী কয়েকদিন এরকমই ঝোড়ো ব্যাটিং করবে শীত।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় কিছুটা বেড়েছে তাপমাত্রা। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ। এবং সর্বনিম্ন জলীয় বাষ্পের পরিমাণ ৪০ শতাংশ। আজ ছুটির দিনে জাঁকিয়ে শীতের আমেজে বেজায় খুশি শীতপ্রেমী মানুষরা।

আরও পড়ুনঃ শীতের মরশুমে পরিবেশ ভরে উঠুক ফুলে ফুলে

আবহাওয়া দফতর সুত্রে খবর আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত শীতের ইনিংস বজায় থাকবে। পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে দশের নিচে নেমে যেতে পারে তাপমাত্রা। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের পার্বত্য-সহ পাঁচ জেলায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। কলকাতার আশপাশের জেলায় গুলিতে তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।

আগামী পাঁচ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্য জুড়ে পারদ পতন অব্যাহত। আগামী কয়েকদিন শীতের আমেজ পুরোদমে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় শৈত্যপ্রবাহ চলতে পারে উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে। এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৩-৪ ডিগ্রি পারদ পতন হতে পারে। মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে শৈত্যপ্রবাহ চলবে সঙ্গে সকালের দিকে মাঝারী কুয়াশার সম্ভাবনা।

English Summary: west bengal weather update temperature decrease in kolkata
Published on: 18 December 2022, 10:54 IST