বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 18 February, 2022 3:51 PM IST
শীতের বিদায় বেলায় ফের বৃষ্টির ছায়া বাংলায়! সতর্ক করল হাওয়া অফিস

আবহাওয়ার খামখেয়ালিপনায় অতিষ্ঠ বঙ্গ জনজীবন। কখনও শীতের দুরন্ত ব্যাটিং আবার কখনও বৃষ্টিতে ভিজছে গোটা শহর। তবে গোটা বছর ধরেই বৃষ্টির উৎপাত ভোগ করেছে বঙ্গবাসী। আবারও বৃষ্টির চোখ রাঙ্গানি বঙ্গে। কলকাতা সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আবারও বৃষ্টির ভ্রুকুটি। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

আগামী সোমবার আবারও বৃষ্টিতে ভিজবে বঙ্গের বেশ কিছু জেলা। কলকাতাতেও হবে বৃষ্টিপাত। রবিবার থেকেই বদলে যেতে  শুরু করবে আবহাওয়া। আসলে ঝাড়খণ্ডে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্পের জেরেই হবে হালকা বৃষ্টিপাত।

মৌসম ভবনের তথ্য অনুযায়ী এবার প্রায় সব রাজ্য থেকেই বিদায় নেবে শীত। এই সপ্তাহের পরই মূলত বসন্তের ছোঁয়া বঙ্গের বাতাসে। তবে এই জলীয় বাষ্পের জেরে বসন্ত শুরুর আগেও বাংলা বৃষ্টির মুখোমুখি।

English Summary: When the winter is over, the shadow of rain again in Bengal! The air office warned
Published on: 18 February 2022, 03:51 IST