এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 16 January, 2023 11:34 AM IST
প্রতীকী ছবি।

কৃষিজাগরন ডেস্কঃ  বিগত কয়েকদিনে একলাফে অনেকটাই বেড়েছে তাপমাত্রা। হাড়কাঁপানো শীত উধাও। এরই মাঝে নতুন সপ্তাহে উত্তর থেকে দক্ষিণ, বাংলার সব প্রান্তে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, কয়েক দিন শৈত্যপ্রবাহের হাত থেকে দিল্লিবাসী সামান্য রেহাই পেলেও ফের হাড় কাঁপানো ঠান্ডা নিয়ে উত্তর-পশ্চিম ভারতে ইনিংস খেলতে চলে এসেছে শৈত্যপ্রবাহ। রবিবার সকাল থেকেই দিল্লির তাপমাত্রা পরিবর্তনের আভাস মিলেছে। রবিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে তাপমাত্রা অনেকটা কমে যায়। মৌসম ভবন সূত্রের খবর, সোমবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ পৌষের শেষবেলায় শীতের ঝোড়ো ব্যাটিং অব্যাহত

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ জানুয়ারি বুধবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে হিমালয় সংলগ্ন ৫ জেলায় কুয়াশার দাপট থাকতে পারে আগামী দিন তিনেক। এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না, জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

ইতিমধ্যেই জেলায় জেলায় তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম সহ উত্তর বঙ্গের জেলা গুলিতে অনেকটাই বেড়েছে তাপমাত্রার পারদ।

এদিকে, কলকাতায় আগামী কয়েক দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সকালে হালকা কুয়াশা থাকলেও পরে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৭ ডিগ্রিএ নিচে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াযারবাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩১ থেকে ৯২ শতাংশ।

আরও পড়ুনঃ Weather Update: শীতে বিপর্যস্ত উত্তর ভারত, ঠান্ডায় মৃত্যু তিন কৃষকের

শৈত্যপ্রবাহের কারণে রাজস্থানের উদয়পুরে ১৮ জানুয়ারি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বেসরকারি স্কুলগুলিকে সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

English Summary: Winter is gone in Bengal, Delhi's temperature drops to 1.4 degree Celsius
Published on: 16 January 2023, 11:34 IST