এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 30 January, 2024 1:45 PM IST

শীতের বিদায়ের লগ্নে রাজ্যে আবার বৃষ্টির সম্ভাবনা।জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।মঙ্গলবার থেকে ফের একবার হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।সপ্তাহের প্রথম দিনে শীতের ভরপুর মেজাজ রয়েছে শহর থেকে জেলা, সর্বত্র। তবে আবহাওয়ার এই পরিস্থিতি অচিরেই বদলে যাবে। রাজ্যে প্রভাব বাড়াতে শুরু করবে পূবালি হাওয়া। তারই হাত ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে।

ফের একবার শীতের মরশুমে জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস ।পৌষ সংক্রান্তির পর আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছিল বঙ্গে। ঠান্ডা শীতের আমেজ উপভোগ করছিল বঙ্গবাসী।তবে তার মাঝে হয়েছে কয়েক পশলা বৃষ্টি।আজ মঙ্গলবার সকাল থেকে ফের আকাশের মুখ ভার।ঠান্ডা রয়েছে তবে অনেকটাই কম। আজ কলকাতার তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। হতে পারে বৃষ্টি।একনজরে দেখে নেওয়া যাক আজ গোটা রাজ্যে কেমন থাকবে আবহাওয়া।

আরও পড়ুনঃ বঙ্গে আসতে চলেছে গ্রীষ্মের দাবদাহ,তবে কী রাজ্য থেকে বিদায় নিল শীত ?

কোন-কোন জেলায় চলবে বৃষ্টি?

মঙ্গলবার দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে। ভিজতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া। তার পর বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে কলকাতাও। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও।হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশায় ঢাকা থাকবে বিভিন্ন এলাকা। হাওয়া অফিস জানিয়েছে, জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী কয়েক দিন।

বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার পর থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তিত হতে পারে।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।বুধবার থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন বেশিরভাগ জেলাতে। সোমবার দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।

আরও পড়ুনঃ মঙ্গলবার থেকে ফের বৃষ্টির পূর্বভাস রাজ্যে,পাঁচ জেলায় জারি সতর্কতা

সকালে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ।শীত কি বিদায়ের পথে? এখনও পর্যন্ত এব্যাপারে পাকাপাকি তথ্য না মিললেও তাপমাত্রা কিন্তু কাল থেকেই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জানুয়ারি শেষে ও ফেব্রুয়ারির শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

English Summary: winter-mood-gone-heavy-rainfall-state-warning-issued
Published on: 30 January 2024, 01:45 IST