অল্প বিনিয়োগে অ্যালোভেরা চাষ করে ৫ গুণ লাভ করতে পারবেন

অ্যালোভেরার দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা রয়েছে। এর প্রধান কারণ এর ব্যবহার। অ্যালোভেরা চিকিৎসা ও প্রসাধনী পণ্যে বহুল ব্যবহৃত হয়। তাই অ্যালোভেরা চাষ করলে ভালো লাভ পাওয়া যায় । অ্যালোভেরা চাষের জন্য শুধুমাত্র একবার বিনিয়োগ করতে হয় । একবার বিনিয়োগ করলে ৫ বছর পর্যন্ত আপনি লাভ ভোগ করতে পারবেন।

Saikat Majumder
Saikat Majumder
অ্যালোভেরা

অ্যালোভেরার দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা রয়েছে। এর প্রধান কারণ এর ব্যবহার। অ্যালোভেরা চিকিৎসা ও প্রসাধনী পণ্যে বহুল ব্যবহৃত হয়। তাই অ্যালোভেরা চাষ করলে ভালো লাভ পাওয়া যায় । অ্যালোভেরা চাষের জন্য শুধুমাত্র একবার বিনিয়োগ করতে হয় । একবার বিনিয়োগ করলে ৫ বছর পর্যন্ত আপনি লাভ ভোগ করতে পারবেন।

একবার চারাগাছ লাগানোর পর সেই গাছ থেকে বেরিয়ে আসা চারা গাছটিকে অন্য জায়গায় লাগাতে পারেন এবং এভাবে আপনার গাছের সংখ্যা বাড়তে পারেন ।কৃষি বিশেষজ্ঞদের মতে, একটি পূর্ণ বয়স্ক অ্যালোভেরা গাছ থেকে ৪ মাসের মধ্যে একটি চারাগাছের উৎপন্ন হয় ।

এক একর জমিতে অ্যালোভেরা চাষ করলে বছরে প্রায় ২০ হাজার কেজি অ্যালোভেরা উৎপন্ন হয়। বর্তমান বাজারে অ্যালোভেরার পাতা ৫ থেকে ৬ টাকা কেজি দরে বিক্রি হয়। 

কসমেটিক পণ্য বা আয়ুর্বেদ ওষুধ তৈরি করার জন্য অ্যালোভেরার চাহিদা অনেক বেশি হয় । তাই আপনি আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে  বা কসমেটিক পণ্য তৈরি করে এমন কোম্পানির কাছে অ্যালোভেরার পাতা বিক্রি করতে পারেন । 

আরও পড়ুনঃ ধান চাষের বৈজ্ঞানিক পদ্ধতি জানতে ক্লিক করুন

অ্যালোভেরা চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জমিতে যেন আর্দ্রতা বেশি না থাকে, তেমনি জমিতে যেন জল জমে না থাকে। বেলে মাটি অ্যালোভেরার জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়।

অ্যালোভেরার অনেক প্রজাতি রয়েছে। যার মধ্যে নীল অ্যালোভেরা সবচেয়ে সাধারণ যা সাধারণত বাড়িতে দেখা যায়। তবে অ্যালোভেরার বারবেডেনসিস প্রজাতি বেশ জনপ্রিয়। কৃষকরা বার্বাডেনসিস প্রজাতির গাছ লাগাতে পছন্দ করেন।  কারণ এর পাতা বড় হয় এবং এর থেকে বেশি রস পাওয়া যায়। 

আরও পড়ুনঃ Baukul cultivation: দেখে নিন বাংলাদেশে বাউকুল চাষ করে অধিক উপার্জন করার সুযোগ

অ্যালোভেরার চারা গাছ ফেব্রুয়ারি থেকে অক্টোবর-নভেম্বর পর্যন্ত বপন করা যায়। এটি শীতকালে বপন করা যায় না।  গাছ লাগানোর সময় দুটি গাছের মধ্যে ২ ফুট দূরত্ব রাখতে হবে। চারাগাছ রোপণের পর, কৃষকরা বছরে দুবার অ্যালোভেরার পাতা সংগ্রহ করতে পারেন ।

কৃষকরা এক বিঘা জমিতে ১২ হাজার অ্যালোভেরা গাছ লাগাতে পারেন। চাষের জন্য লাগানো একটি গাছের দাম ৩ টাকা থেকে ৫ টাকা পর্যন্ত হয় ।একটি অ্যালোভেরা গাছ থেকে ৪ কেজি পর্যন্ত পাতা পাওয়া যায়। অ্যালোভেরার একটি পাতা বাজারে  ৫  থেকে ৬ টাকা পর্যন্ত বিক্রি হয় । কৃষকরা ৪০ হাজার টাকা বিনিয়োগ করে অ্যালোভেরা চাষ করে আড়াই লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন।

আরও পড়ুনঃ  Profitable Lotus Cultivation – বাণিজ্যিক পদ্ধতিতে পদ্ম চাষ করে দ্বিগুণ মুনাফা অর্জন করুন

Published On: 08 December 2021, 05:21 PM English Summary: You can make 5 times profit by cultivating aloe vera with little investment

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters