ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় চিরতরে বন্ধ হচ্ছে সিগারেট

বহু দেশ একাধিকবার চেষ্টা করেও বন্ধ করতে পারেনি ধূমপান। যখনই কোনো কার্যকর পদক্ষেপ নিতে গিয়েছে তখনই নানা বাধার সম্মুখীন হতে হয়েছে।

Sukanta Santra
Sukanta Santra
New Zealand ban cigarettes for future generations (Image Source: Google)

বহু দেশ একাধিকবার চেষ্টা করেও বন্ধ করতে পারেনি ধূমপান। যখনই কোনো কার্যকর পদক্ষেপ নিতে গিয়েছে তখনই নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে এবার ধূমপান বন্ধ করার পক্ষে অনেকটাই এগিয়ে গেল নিউজিল্যান্ড (New Zealand)। ধূমপান নিষিদ্ধ করতে আইন (Anti Smoking Act) ২০২৩ সালের জানুয়ারি মাস থেকেই কার্যকর হচ্ছে। বলা চলে বর্তমান সময়ে তামাক শিল্পের রমরমা বাজার। এবার এই শিল্পের রাসটানতে চলেছে আইন প্রক্রিয়ার মাধ্যমে। আইনভঙ্গকারীদের সাজারও নিদান রয়েছে এই আইন (Anti Smoking Act)।

গত মঙ্গলবারই এই নয়া আইনটি পাস হয় নিউজিল্যান্ডে (New Zealand)। বিশ্বের মধ্যে এই প্রথম দেশ, যারা ধূমপান নিষিদ্ধ আইন প্রণয়ন করল। এই নতুন আইনের মধ্যে দিয়ে ২০২৫ সাল নাগাদ নিউজিল্যান্ড ধূমপান মুক্ত দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।  

এই নয়া আইনে কি রয়েছে?

এই নয়া আইনে বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারির পরে জন্ম নেওয়া সমস্ত নাগরিকের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। যদি কোনো ব্যাক্তি ধূমপানীয় সামগ্রী বিক্রি করেন তাহলে জেল সহ ৯৫ হাজারের বেশি মার্কিন ডলার জরিমানা ধার্য করা হবে। এছাড়াও বলা হয়েছে দেশ জুড়ে লাইসেন্সপ্রাপ্ত সিগারেট বিক্রির দোকান সংখ্যা ৬০০০ থেকে কমিয়ে ৬০০ করা হবে।

আরও পড়ুনঃ পুষ্টিতে ভরপুর ডুমুর! জেনে নিন এর ঔষধি গুণাগুণ

এক সমিক্ষায় দেখা গিয়েছে, গত এক দশকে নিউজিল্যান্ডের (New Zealand) প্রাপ্তবয়স্ক ধূমপায়ীর সংখ্যা ব্যপক হারে কমেছে। সংখ্যাটা কমে গিয়ে হয়েছে ৮ শতাংশ। এছাড়াও এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে ৫৬ হাজার মানুষ ধূমপান ছেড়ে দিয়েছে। নিউজিল্যান্ড বলছে আগামী প্রজন্মের সুরক্ষার কথা ভেবে এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের সহ-স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল এ প্রসঙ্গে বলেন, হাজার হাজার মানুষ দীর্ঘজীবী হবেন এই আইনের জন্য। এছাড়াও স্বাস্থ্য খাতেও ৫০০ কোটি মার্কিন ডলার খরচ কমবে! আগামিদিনের সুস্বাস্থ্যের কথা ভেবে এই নয়া আইন আনছে নিউজিল্যান্ড সরকার।

Published On: 15 December 2022, 02:40 PM English Summary: New Zealand ban cigarettes for future generations

Like this article?

Hey! I am Sukanta Santra . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters