রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 16 July, 2021 12:16 PM IST
24 Ghanta online grocery shop (image credit- Google)

সল্টলেকে কলকাতার প্রথম অনলাইন মুদি দোকান "২৪ ঘন্টা" (Kolkata’s 1st online grocery store) যেখানে থাকবে প্রায় ৪০০ ব্র্যান্ডের ৮০০ টিরও বেশি পণ্য | এই অনলাইন মুদি দোকান থেকে আপনি আপনার পছন্দসই যেকোনো খাবার এবং গৃহস্থালী সামগ্রীর বাছতে পারবেন এবং মাত্র ৩০ মিনিটের মধ্যেই আপনার বাড়িতে পৌঁছে যাবে | এই "২৪ ঘন্টা" (24 Ghanta) প্রয়াসের পিছনে রয়েছে শহীদ ইকবাল, কুন্দন, এবং রাহুল সিনহা | তাদের এই যৌথ দুর্দান্ত প্রয়াস কলকাতাবাসীর জীবনকে আরর সহজ করে তুলবে বিশেষত এই মহামারীর সময়ে |

চাল থেকে শুরু করে মুসুর ডাল, মসলা, এমনকি ফল, শাক-সবজি এবং সমস্ত রকম বেকিং পণ্য এখানে সহজেই পাওয়া যায় | এখানে কেবলমাত্র জাতীয় ব্র্যান্ডেই নয় তবে স্টারবাকস বা রাফায়েলোর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডও থাকছে |  ভোর ৬ টা হোক বা রাত ১২টা যখন ইচ্ছে অর্ডার দিতে পারেন। আবার নিজেও চলে যেতে পারেন বাজার করতে। সপ্তাহের ৭ দিন, দিনের ২৪ ঘণ্টা খোলা থাকে ‘২৪ ঘণ্টা রাউন্ড দ্য ক্লক’।ভোর ৬ টা হোক বা রাত ১২টা যখন ইচ্ছে অর্ডার দিতে পারেন। আবার নিজেও চলে যেতে পারেন বাজার করতে। সপ্তাহের ৭ দিন, দিনের ২৪ ঘণ্টা খোলা থাকে ‘২৪ ঘণ্টা রাউন্ড দ্য ক্লক’।

আরও পড়ুন -Space Rice: চাঁদকে প্রদক্ষিণ করা ধান বীজ “স্পেস রাইস” চাষ চিনের

"২৪ ঘন্টা"দোকানের বিশেষত্ব(Importance of “24 Ghanta”):

গত ১.৫ বছরে অনলাইন মুদি বাজার প্রায় ৭৫% বৃদ্ধি পেয়েছে। বাজার গবেষণা আরও ভবিষ্যদ্বাণী করে দেখা গেছে যে, ২০২৫ সালের মধ্যে এই প্লাটফর্ম প্রায় ২৪ বিলিয়ন ডলার স্পর্শ করবে | কলকাতার বাজারে  এই মুদি দোকান খোলার মূল লক্ষ্যই হলো এক সুবিশাল চাহিদা | এবং এই দোকানের মালিকদের মতে, সারাদিনে ২৪ ঘন্টাই এই দোকান খোলা থাকছে, যা এই শহরের প্রথম প্রয়াস |  সর্বোপরি, ৫ কিলোমিটারের মধ্যে, কোনোরকম ডেলিভারি চার্জ ছাড়া মাত্র ৩০ মিনিটে খ্যাদ্যসামগ্রী পৌঁছে দেবে তারা | যা নিতান্তই একটি অভিনব ধারণা |

মুদি দোকান প্রতিষ্ঠাতারা কি বলছেন?

প্রতিষ্ঠাতা শহীদ ইকবাল বলেছেন, বিশ্বব্যাপী মহামারী দ্বারা পরিবর্তিত কাজের সময়, ঘুমের ধরণ এবং গতিশীল জীবনযাত্রার এক বহুল পরিবর্তন এসেছে | বর্তমান যুগে বেশিরভাগ সবাই করে বসে কাজ করছেন | অনেকেরই কাজ থাকে রাতের শিফটে | এদিকে লকডাউনের কারণে অনেক শহুরে পরিবার রাত ৯ টার মধ্যে প্রচলিত মুদি দোকানগুলি খোলা পাচ্ছেননা | তাই এই সমস্যাকে মাথায় রেখে এই দোকান আপনাকে ২৪ ঘন্টাই (24x7 service) সুবিধা দিয়ে যাবে |

অন্যতম সহ-প্রতিষ্ঠাতা রাহুল সিনহা বলেছেন, মাত্র এক ক্লিকেই যে কেউ তাদের দোকানের সার্ভিস পেতে পারেন | মুদি দোকানে লাইন দেওয়া বা জিনিস না পাওয়ার ঝামেলা আর থাকছেনা | তাদের এই দোকান থেকে সাশ্রয়ী মূল্যের যেকোনো জিনিস পাওয়া যাবে অতি সহজেই | এমনকি তারা ন্যায্য দামের গ্যারান্টিও দিচ্ছে | এর দ্রুত, নির্ভরযোগ্য এবং ২৪ ঘন্টা পরিষেবা সহ, এটি নিঃসন্দেহে এই শহরের এক বিশাল জনসংখ্যার দৈনন্দিন গৃহস্থালির চাহিদাকে পূরণ করবে |

আরও পড়ুন -Covid-19 Vaccination: রাজ্যে বরাদ্দ মাত্র ৭০ লক্ষ, বাড়ছেনা টিকার জোগান

English Summary: “24 Ghanta”: Kolkata's first online grocery store "24 Hours" opens in Salt Lake
Published on: 16 July 2021, 12:16 IST