এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 24 March, 2023 2:56 PM IST
পরিচালক প্রদীপ সরকার।

কৃষিজাগরন ডেস্কঃ প্রয়াত পরিচালক প্রদীপ সরকার।সতীশ কৌশিকের মৃত্যুর শোক এখনও অনেকেই কাটিয়ে উঠতে পারেননি।তার মাঝেই ফের ছোকের ছায়া বলিউডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বিশিষ্ট বাঙালি পরিচালক প্রদীপ সরকারের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ।

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার ভোর সাড়ে তিনটের সময় মৃত্যু হয় তাঁর।অনেক দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন পরিচালক। ডায়ালিসিস চলছিল তবে তার পরও রক্তে পটাশিয়ামের মাত্রা বিপুল হারে কমছিল।সেই অবস্থাতেই চিকিৎসা চলছিল তাঁর। তবে শেষরক্ষা হল না।এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুনঃ গুরুতর জখম বিগ বি, শুটিং ছেড়ে ফিরতে হল মুম্বই

এদিন টুইট বার্তায় অজয় দেবগণ লেখেন, ‘প্রদীপ সরকারের মৃত্যুর খবর…আমাদের সবার কাছে উনি দাদা, এই খবরটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। ওঁনার পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি’।

প্রদীপ সরকারের আকস্মিক মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না।অভিনেতা নীল নিতিন মুখেশ লেখেন, ‘দাদা! কেন? তোমাকে খুব মিস করব… জীবনীশক্তিতে ভরপুর একটা মানুষ, যে আমাকে অনেক শিখিয়েছে। তোমার সৃষ্টি লফঙ্গে পরিন্দে আমার মনের খুব কাছে থাকবে, পরিবারকে সমবেদনা’।

আরও পড়ুনঃ প্রয়াত কৌতুক অভিনেতা সতীশ কৌশিক, শোকের ছায়া চলচিত্র জগতে

বিজ্ঞাপনের জগৎ থেকেই কেরিয়ার শুরু প্রদীপের।’ ধুম পিচাক ধুম’, ‘মায়েরি’ এবং শুভা মুদগলের ‘আব কে সাওয়ান’-এর মতো গানের ভিডিয়ো বানিয়ে সকলের নজরে আসেন। ‘হেলিকপ্টর এলা’ (২০১৮) ছিল তাঁর বানানো শেষ সিনেমা।

কঙ্গনাকে নিয়ে নটী বিনোদিনীর বায়োপিক তৈরি করার কথা ছিল তাঁর। তবে সে স্বপ্ন অধরাই রয়ে গেল পরিচালকের। প্রদীপ সরকারের প্রয়াণে স্বাভাবিকভাবে শোকের ছায়া বলিউডে।

English Summary: Again the shadow of mourning in Bollywood, the late director Pradeep Sarkar
Published on: 24 March 2023, 02:56 IST