দেশ জুড়ে NRC কেন্দ্র করে পুনরায় বিতর্কে BJP-তৃণমূল। রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের NRC –কে কেন্দ্র করে বক্তব্যের পরই মুর্শিদাবাদের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নাকচ করে দেন। তিনি ঘোষণা করেন 'এ রাজ্যে NRC হবে না। একজনকেও আমরা এখান থেকে বিতাড়িত করতে দেব না।' বুধবার NRC প্রসঙ্গে আলোচনা করতে রাজ্যসভায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রসঙ্গে তিনি বলেন, 'ভারতের সকল নাগরিকের নামই NRC তালিকায় সংযুক্ত করা হবে। কোনও ধর্ম বা অঞ্চলের ভিত্তিতে NRC করা হচ্ছে না। দেশের সর্বত্রই NRC প্রযোজ্য।

আসামে নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকায় যে সকল ব্যক্তির নাম সংযুক্তকরণ হয়নি, তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন বলেও জানান অমিত শাহ। প্রসঙ্গত উল্লেখ্য, আসামে NRC থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ পড়েছে।

এদিকে, একই সময়ে মুর্শিদাবাদের সাগরদিঘিতে এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী NRC প্রসঙ্গ তুলে বলেন, 'NRC সমন্ধে অনেকেই অপপ্রচার করছেন। প্রত্যেকেই এ দেশের নাগরিক। একটা লোককেও বিতাড়িত করতে দেব না’। রাজ্যের মানুষকে তিনি আশ্বস্ত করেন।
স্বপ্নম সেন (swapnam@krishijagran.com)
Share your comments