রিলায়েন্স ফাউন্ডেশন এবং রতুয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে গতকাল (১৪/০৫/২০২০) মালদা জেলার আম চাষীদের নিয়ে একটা মাল্টি লোকেশন অডিও কনফারেন্স প্রোগ্রাম করা হয়। এই প্রোগ্রামে এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলার রতুয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সাইন্টিস্ট ডক্টর রাকেশ রায় মহাশয়, সাইন্টিস্ট শামীমা সুলতানা মহাশয়া, সাইন্টিস্ট ডক্টর পারমিতা ভৌমিক মহাশয়া এবং সাইন্টিস্ট দেবজ্যোতি মজুমদার মহাশয়। মোট ৩৮ জন আম চাষী মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল, COVID-19 লক ডাউন থাকা অবস্থায় কি করে আম চাষীরা আমের বাগান পরিচর্যা করবেন, রোগ পোকা দমন করবেন এবং কীভাবে পাকা আম কতদিন পর গাছ থেকে সংগ্রহ করবেন, যাতে এই পরিস্থিতিতে তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন না হতে হয়।
রিলায়েন্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানানো হয় এই ধরনের মাল্টি লোকেশন অডিও কনফারেন্স (Audio Conference) আগামী দিন গ্রাম-বাংলার বিভিন্ন প্রান্তে করার পরিকল্পনা করছে তাঁরা। প্রোগ্রামের শেষে রিলায়েন্স ফাউন্ডেশন এর এর কর্মী শ্রী বিজয় কুমার সাহা রিলায়েন্স ফাউন্ডেশন এর টোল ফ্রি নাম্বার ১৮০০ ৪১৯ ৮৮০০ সম্বন্ধে আম চাষীদেরকে জানান। এই টোল ফ্রি নাম্বার টি সকাল ৯.৩০ থেকে রাত ৭.৩০ পর্যন্ত খোলা থাকে এবং এই নাম্বারে ফোন করলে করলে সবজি চাষ, মৎস্য চাষ, কৃষি, প্রাণী পালন, স্বনির্ভর গোষ্ঠী, আবহাওয়া ও বিভিন্ন প্রকল্প সম্পর্কে যে কেউ জানতে পারবেন।
তথ্যসূত্র – প্রদীপ পাণ্ডা (কর্মকর্তা, রিলায়েন্স ফাউন্ডেশন)
স্বপ্নম সেন