প্রায় দেড় মাস ধরে করোনার সংক্রমণ বাড়ছে হু-হু করে | শেষমেশ প্রায় ৪০ দিন পর গ্রাফ দেখে একটু স্বস্তি | বহুদিন বাদে ভারতে করোনার (Coronavirus India) জেরে ২ লাখের নিচে রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা।
করোনা রুখতে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন ও একাধিক বিধি নিষেধ চলছে | লোকাল ট্রেন, অফিস-কাছারি, বাজার-দোকান প্রায় বন্ধ | শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া | করোনার দ্বিতীয় ঢেউ-র ধাক্কায় প্রায় ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা | কিন্তু, করা লকডাউন ও সতর্কতার ফল এবার দেশ পেতে শুরু করেছে |
করোনা গ্রাফ (Corona graph):
বহুদিন বাদে ভারতের করোনা সংক্রমণ ২ লাখের নিচে রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার দেশে নতুন করোনা পজিটিভ কেসের সংখ্যা ছিল ১,৯৬,৪২৭। শেষমেশ নামছে করোনা সংক্রমণের গ্রাফ |
সাথে, কিছুটা কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। সোমবার ফের ৪ হাজারের নিচে নামল মৃত্যু সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩,৫১১ জন। অন্যদিকে অনেকটাই বেড়েছে সুস্থতার সংখ্যা। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩,২৬,৮৫০ জন। এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ২৫,৮৬,৭৮২।
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট (Ministry of health report):
এখনও পর্যন্ত দেশে ১৯ কোটি ৮৫ লক্ষেরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। ধীরে ধীরে দেশে অ্যাক্টিভ কেস কমছে | এখন দেশে অ্যাক্টিভ কেস রয়েছে ২৫,৮৬,৭৮২ টি | যা আগের তুলনায় অনেকটাই কম | এই পরিসংখ্যা অনেকটাই স্বস্তির নিঃশাস ফেলাচ্ছে | ২০২১ সালে ১৪ এপ্রিল দেশে আক্রান্তদের সংখ্যা ১.৮৪ লাখ ছিল। তারপর থেকে গ্রাফ ক্রমাগত বেড়েছে । এরপর দৈনিক ৪ লাখের কোটা পার করে | এরপর ধীরে ধীরে দেশের দৈনিক কোভিড গ্রাফ নামতে শুরু করে।
দেখা যায়, ১৪ এপ্রিলের পর ফের মে মাসের ২৫ তারিখ দেশে করোনার জেরে ১.৯৬,৪২৭ জন রয়েছেন দৈনিক আক্রান্তের তালিকায়। এর সাথে বেড়েছে রিকোভারি রেটও | আশা করা যায়, এইভাবে লকডাউন ও কড়া বিধি নিষেধ মেনে চলতে থাকলে আমরা করোনার দ্বিতীয় ঢেউ হয়তো কাটিয়ে উঠবো |
নিবন্ধ: রায়না ঘোষ