করোনা দ্বিতীয় ঢেউ অনেকটাই হয়তো কমে আসছিলো | কিন্তু, প্রায় ১০২ দিন পরে দেশের করোনা গ্রাফে বড়োসড়ো পতন ঘটেছিলো | একধাক্কায় সংক্রমণ নেমে যায় ৪০ হাজারের নিচে। কিন্তু, ফের এই মরণ ভাইরাস যেন মাথা চাড়া দিয়ে উঠেছে | গত ২৪ ঘন্টায় ফের উর্ধমুখী কোভিড আক্রান্তের সংখ্যা। তবে কমল দৈনিক মৃত্যু।
বর্তমান করোনা গ্রাফ (Corona Graph):
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৯৫১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে ২২ শতাংশ বেশি। তবে দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮। ১ দিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮১৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪ জন। শুধু তাই নয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে বেড়েই চলেছে উদ্বেগ, চলতি বছর প্রাণ হারিয়েছেন ৭৯৮ জন চিকিৎসক |
আরও পড়ুন -8 children covid infected: রাজ্যে ৪ দিনে করোনা আক্রান্ত ৮ শিশু, তৃতীয় ঢেউ আসন্ন
তবে মানুষ নতুন করে গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৫ লক্ষ ৩৭ হাজার ৬৪ জন। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬০ হাজার ৭২৯ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৯৪ লক্ষ ২৭ হাজার ৩৩০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।
ICMR এর রিপোর্ট:
এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন সাড়ে ৩৩ কোটি ২৮ লক্ষের বেশি মানুষ। তবে টিকাকরণের কারণে রোগী চিহ্নিত করতে যেন টেস্টিংয়ের পরিমাণ না কমে, তা ICMR-কে নিশ্চিত করতে বলা হয়েছে। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৯ লক্ষ ৬০ হাজার ৭৫৭টি নমুনা পরীক্ষা হয়েছে। পাশাপাশি করোনার তৃতীয় ঢেউকে রুখে দিতে ১৮ বছরের কম বয়সিদেরও যাতে ভ্যাকসিন দেওয়া যায়, তার জন্য জোরকদমে চলছে ট্রায়াল। তবে, পশ্চিমবঙ্গে ভ্যাকসিনের যোগান তলানিতে | মাথায় হাত স্বাস্থ্যকর্তাদের। কীভাবে আগামী কয়েকদিন রাজ্যে করোনার টিকা কর্মসূচি চলবে তা নিয়ে আলোচনা করেও কোনও সুরাহা হয়নি। টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে।
নিবন্ধ: রায়না ঘোষ
আরও পড়ুন -WB Govt Job – MGNREGA অধীনে কর্মী নিয়োগ, এখনই করুন আবেদন