'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 10 July, 2020 4:43 PM IST

বাজারে সবসময় কয়েকটি জিনিসের চাহিদা তুঙ্গে থাকে, আর তার মধ্যে অন্যতম হল ডেয়ারি (Dairy Products) বা দুধ বা দুগ্ধজাত দ্রব্যের৷ সেদিক থেকে দেখতে গেলে দুধ, দই, পনীর এমনই বহু প্রোডাক্ট রয়েছে যেখানে মন্দার হার কম৷ কেন্দ্র এবং রাজ্য সরকারও এই ডেয়ারি ফার্মগুলির (Dairy Farm) বিকাশে যথেষ্ট সহায়তা প্রদানের চেষ্টা করে৷ এমনকি ডেয়ারি ফার্ম বিজনেস-এর জন্য লোনও (Loan for Dairy Farm Business) পাওয়া সম্ভব৷

পশুপালকদের জন্য এই ব্যবসা অত্যন্ত লাভজনক৷ বর্তমান সময়ে অতিরিক্ত উপার্জন বা মুনাফার জন্য এই ব্যবসাতে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন৷ তাই কৃষক বা পশুপালকেরা ঋণ নিয়ে ডেয়ারি ফার্ম ব্যবসা (Dairy Farm Business) শুরুর পরিকল্পনা করতে পারেন৷ তবে এই ব্যবসা সম্পর্কে অভিজ্ঞা কোনও ব্যক্তির মতামত গ্রহণও করতে পারেন৷ উল্লেখ্য, চাইলে ব্যাঙ্ক থেকেও এই ব্যবসার জন্য লোন (Dairy Farm Business Loan) নিতে পারেন৷

ডেয়ারি ফার্ম-এর ব্যবসায় (Dairy Farm Business) লোন দেওয়ার ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-এর (State Bank of India) নাম উল্লেখ করা যেতে পারে৷ জানা যাচ্ছে, এই ব্যাঙ্ক থেকে দেওয়া হয়-

মিল্ক হাউস অথবা সোসাইটি অফিস-এর (Milk house or Society office) জন্য নূ্যনতম ২ লক্ষ টাকার লোন

অটোমেটিক মিল্ক কালেকশন সিস্টেম-এর (Automatic milk collection system) জন্য ১লক্ষ টাকা পর্যন্ত লোন

মিল্ক ট্রান্সপোর্ট ভেহিকল-এর (Milk transportation vehicle) জন্য ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন

চিলিং ইউনিট-এর (Chilling unit) জন্য ৪ লক্ষ টাকার লোন

ডেয়ারি ফার্মের (Dairy Farm Business Loan) এই লোনের মার্জিন ১৫ শতাংশ৷ এই লোনের রিপেমেন্ট পিরিয়ড (Repayment Period) ৬ মাস স্টার্ট আপের সঙ্গে ৬০ মাস স্থির করা হয়েছে৷ এছাড়া সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র (State Bank of India) সেন্ট্রাল ডেয়ারি স্কিম রয়েছে৷

অন্যান্য কয়েকটি ব্যাঙ্কেও লোন পেতে পারেন৷ তবে মনে রাখতে হবে বিভিন্ন ব্যাঙ্কে লোনের ইন্টারেস্ট বা সুদ (Loan Interest) বিভিন্ন রকম৷ তাই সে সব খুঁটিনাটি দেখে তবে লোন গ্রহণ করুন৷ লোনের জন্য সঠিকভাবে আবেদন জানিয়ে ফর্ম পূরণ করতে হবে যেমন তেমনই কিছু ডকুমেন্টসও জমা করতে হবে৷ ব্যাঙ্কের ওয়েবসাইটে (SBI) গিয়ে আপনি আদৌ এই লোন নেওয়ার জন্য উপযুক্ত কিনা, বা এই লোন সম্পর্কেও আরও বিস্তারিত জেনে নিতে পারেন৷

আরও পড়ুন- কিষাণ ক্রেডিট কার্ড ব্যাঙ্ক ইস্যু করেনি? এটি পেতে চান? (This bank will give you KCC easily) দেখে নিন কোন ব্যাঙ্ক আপনাকে সহজেই দেবে এই কার্ড

সরকারের সহায়তায় লোণ নিয়ে শুরু করুন নিজের ব্যবসা, মুদ্রা লোণ (Mudra Loan Application Procedure) আবেদন পদ্ধতি

৭.১৫ শতাংশ সুদে (7.15 percent interest- FD) আপনার সঞ্চয়কৃত অর্থ বিনিয়োগ করুন এই সরকারী স্কিমে

English Summary: Details about dairy farm business loan
Published on: 10 July 2020, 04:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)