এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 24 June, 2020 3:58 PM IST

করোনা ভাইরাসের সঙ্গে লড়তে যোগগুরু বাবা রামদেবে (Baba Ramdev) লঞ্চ করলেন (Coronavirus Ayurvedic medicine) আয়ুর্বেদিক ওষুধ৷ মঙ্গলবার করোনা স্পেশাল এই ওষুধ প্রকাশ্যে আনা হয়েছে৷ দাবি করা হচ্ছে, হরিদ্বারে পতঞ্জলি যোগপীঠে করোনা আক্রান্ত রোগীদের ওপর এই ওষুধ প্রয়োগ করা হয়, এবং এর ১০০ শতাংশ ইতিবাচক ফলাফল পরিলক্ষিত হয়েছে৷

এই খবর প্রকাশ্যে আসার পর নিমেষেই তা ভাইরাল (Viral) হয়ে যায়৷ তবে আয়ুষমন্ত্রকের (Ministry of Ayush) পক্ষ থেকে জানানো হয়, এর বৈজ্ঞানিক দিকটি সম্পর্কে এখনও তারা অবগত নন৷ এর নমুনা, কোথায় পরীক্ষা হয়েছে, হসপিটাল সমস্ত তথ্য সম্পর্কে জানতে চেয়েছে মন্ত্রক৷ এর কম্পোজিশন গুলি যতক্ষণ না পরীক্ষা করা হচ্ছে, ততক্ষণ এর বিজ্ঞাপন করতে নিষেধ করা হয়েছে৷

এর পাশাপাশি উত্তরাখণ্ডের লাইসেন্স অথরিটিকে অনুরোধ ককরা হয়েছে, তারা যেন এই ওষুধের লাইসেন্স- ছাড়পত্র সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান করে৷ পতঞ্জলি আয়ুর্বেদ সিইও মঙ্গলবার জানান, ফার্ম এই ওষুধ সংক্রান্ত সব তথ্য আয়ুষ মন্ত্রককে প্রদান করেছে৷

এই করোনা কিটের (Divya Coronil) দাম ধার্য করা হয়েছে ৫৪৫ টাকা, যা সমগ্র ভারতবর্ষে এক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে বলে জানা গিয়েছে৷ ৩০দিনের ওষুধ থাকবে প্রতিটি কিটে৷ রামদেবের মতে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃ্দ্ধির (Immunity Power Booster) ওষুধ নয়, এর মাধ্যমে করোনা রোগীরা (Covid Patient) সুস্থ হতে পারবেন৷

তবে মন্ত্রকের পক্ষ থেকে পতঞ্জলিকে (Patanjali) এখনই এই ওষুধ বিক্রি করতে নিষেধ করা হয়েছে৷ যতক্ষণ না মন্ত্রকের পক্ষ থেকে সবুজ সঙ্কেত দেওয়া হচ্ছে, ততক্ষণ এটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া যাবে না বলে জানা যাচ্ছে৷

পতঞ্জলির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এতে করোনাকে হারানোর মতো বিভিন্ন উপাদান রয়েছে৷ অশ্বগন্ধা, তুলসী, প্রভৃতি বিভিন্ন উপকরণ রয়েছে৷ দিনে দু বার (সকাল এবং সন্ধ্যা) এই ওষুধ গ্রহণ করোনা আক্রান্ত রোগীরা গ্রহণ করতে পারেন বলে জানানো হয়েছে৷

সংস্থার সিইও-এর মতে, কোভিড ১৯-এর (Covid 19) শুরুর সময় থেকেই বিশেষজ্ঞদের একটি দল তাদের কাজ শুরু করে দিয়েছিলেন৷ করোনা আক্রান্তদের ওপর এর ক্লিনিক্যাল টেস্ট করা হয় এবং দেখা যায় ৩ দিনে প্রায় ৬৯ শতাংশরোগী সুস্থ হয় এবং পরবর্তী ৭ দিনে বাকিরাও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে৷

আরও জানা যায়, ২৩ জুন থেকেই এই করোনিল (Divya Coronil) ওষুধ বাজারে পাওয়া যাবে৷ বাবা রামদেবের মতে, খুব শীঘ্রই পতঞ্জলি একটি অ্যাপ লঞ্চ করবে যার মাধ্যমে হোম ডেলিভারিতে বাড়িতে বসেই করোনিল ট্যাবলেট পাওয়া যাবে৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- সহজ কয়েকটি উপায়েই দূরে থাকবে করোনা ভাইরাস (Coronavirus Protection Tips), এখনই জেনে নিন

English Summary: Details of patanjalis coronavirus ayurvedic medicine
Published on: 24 June 2020, 03:42 IST