'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার
Updated on: 24 June, 2020 3:58 PM IST

করোনা ভাইরাসের সঙ্গে লড়তে যোগগুরু বাবা রামদেবে (Baba Ramdev) লঞ্চ করলেন (Coronavirus Ayurvedic medicine) আয়ুর্বেদিক ওষুধ৷ মঙ্গলবার করোনা স্পেশাল এই ওষুধ প্রকাশ্যে আনা হয়েছে৷ দাবি করা হচ্ছে, হরিদ্বারে পতঞ্জলি যোগপীঠে করোনা আক্রান্ত রোগীদের ওপর এই ওষুধ প্রয়োগ করা হয়, এবং এর ১০০ শতাংশ ইতিবাচক ফলাফল পরিলক্ষিত হয়েছে৷

এই খবর প্রকাশ্যে আসার পর নিমেষেই তা ভাইরাল (Viral) হয়ে যায়৷ তবে আয়ুষমন্ত্রকের (Ministry of Ayush) পক্ষ থেকে জানানো হয়, এর বৈজ্ঞানিক দিকটি সম্পর্কে এখনও তারা অবগত নন৷ এর নমুনা, কোথায় পরীক্ষা হয়েছে, হসপিটাল সমস্ত তথ্য সম্পর্কে জানতে চেয়েছে মন্ত্রক৷ এর কম্পোজিশন গুলি যতক্ষণ না পরীক্ষা করা হচ্ছে, ততক্ষণ এর বিজ্ঞাপন করতে নিষেধ করা হয়েছে৷

এর পাশাপাশি উত্তরাখণ্ডের লাইসেন্স অথরিটিকে অনুরোধ ককরা হয়েছে, তারা যেন এই ওষুধের লাইসেন্স- ছাড়পত্র সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান করে৷ পতঞ্জলি আয়ুর্বেদ সিইও মঙ্গলবার জানান, ফার্ম এই ওষুধ সংক্রান্ত সব তথ্য আয়ুষ মন্ত্রককে প্রদান করেছে৷

এই করোনা কিটের (Divya Coronil) দাম ধার্য করা হয়েছে ৫৪৫ টাকা, যা সমগ্র ভারতবর্ষে এক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে বলে জানা গিয়েছে৷ ৩০দিনের ওষুধ থাকবে প্রতিটি কিটে৷ রামদেবের মতে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃ্দ্ধির (Immunity Power Booster) ওষুধ নয়, এর মাধ্যমে করোনা রোগীরা (Covid Patient) সুস্থ হতে পারবেন৷

তবে মন্ত্রকের পক্ষ থেকে পতঞ্জলিকে (Patanjali) এখনই এই ওষুধ বিক্রি করতে নিষেধ করা হয়েছে৷ যতক্ষণ না মন্ত্রকের পক্ষ থেকে সবুজ সঙ্কেত দেওয়া হচ্ছে, ততক্ষণ এটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া যাবে না বলে জানা যাচ্ছে৷

পতঞ্জলির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এতে করোনাকে হারানোর মতো বিভিন্ন উপাদান রয়েছে৷ অশ্বগন্ধা, তুলসী, প্রভৃতি বিভিন্ন উপকরণ রয়েছে৷ দিনে দু বার (সকাল এবং সন্ধ্যা) এই ওষুধ গ্রহণ করোনা আক্রান্ত রোগীরা গ্রহণ করতে পারেন বলে জানানো হয়েছে৷

সংস্থার সিইও-এর মতে, কোভিড ১৯-এর (Covid 19) শুরুর সময় থেকেই বিশেষজ্ঞদের একটি দল তাদের কাজ শুরু করে দিয়েছিলেন৷ করোনা আক্রান্তদের ওপর এর ক্লিনিক্যাল টেস্ট করা হয় এবং দেখা যায় ৩ দিনে প্রায় ৬৯ শতাংশরোগী সুস্থ হয় এবং পরবর্তী ৭ দিনে বাকিরাও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে৷

আরও জানা যায়, ২৩ জুন থেকেই এই করোনিল (Divya Coronil) ওষুধ বাজারে পাওয়া যাবে৷ বাবা রামদেবের মতে, খুব শীঘ্রই পতঞ্জলি একটি অ্যাপ লঞ্চ করবে যার মাধ্যমে হোম ডেলিভারিতে বাড়িতে বসেই করোনিল ট্যাবলেট পাওয়া যাবে৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- সহজ কয়েকটি উপায়েই দূরে থাকবে করোনা ভাইরাস (Coronavirus Protection Tips), এখনই জেনে নিন

English Summary: Details of patanjalis coronavirus ayurvedic medicine
Published on: 24 June 2020, 03:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)