Durga Puja 2022 Govt Holiday List: সরকারী কর্মচারীদের মুখে চওড়া হাসি, দুর্গাপুজোয় টানা ১১দিন ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর ‘উপহার’ হিসেবে দুর্গাপুজোর সময় ১০ দিনের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Saikat Majumder
Saikat Majumder
অজয় সংহাটি ক্লাব দুর্গা পূজা 2019, হরিদেবপুর, কলকাতা। ছবিঃ শুভ্রজ্যোতি

রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর ‘উপহার’ হিসেবে দুর্গাপুজোর সময় ১০ দিনের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো উপলক্ষ্যে এ বছর সরকারি কর্মীদের ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে সরকারি কর্মীদের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে সোমবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর বলেন ,'মহালয়ার আগের দিন থেকে পুজো শুরু হয়ে যাবে, আর ১ সেপ্টেম্বর থেকে ঘর গোছানোর পালা।' ১ সেপ্টেম্বরের মিছিলের জন্য যাতে সরকারি কর্মীদের কোনও অসুবিধায় না পড়তে হয় সে জন্য তিনি জানিয়েছেন, সে দিন বেলা ১টার মধ্যে ছুটি হয়ে যাবে সরকারি অফিস। এর পরই আসে ছুটির ঘোষণা। ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্য সরকারের অফিস, জানান মুখ্যমন্ত্রী। পরে জানানো হয়, কালীপুজো উপলক্ষ্যে ২৪-২৫ অক্টোবর ছুটি থাকবে, ভাইফোঁটার জন্য ছুটি ২৭ অক্টোবর। আর ৩০ ও ৩১ অক্টোবর ছটপুজোর ছুটি থাকছে, জানান মুখ্যমন্ত্রী।

সুরুচি সংঘ দুর্গা পূজা । ছবিঃ শুভ্রজ্যোতি

আরও পড়ুনঃ 'বাংলাকে ভাঙতে গেলে আগে সত্যিকারের সিংহের সঙ্গে লড়!' চ্যালেঞ্জ মমতার

তিনি আরও বলেন, 'গতবার কত ছাড় দেওয়া হয়েছিল বিদ্যুৎবিলে? ৫০ শতাংশ। এবারের পুজো স্পেশাল বিশ্বের গর্ব, বিশ্বসেরা মা দুর্গা তাঁর পদার্পণে আমি ইলেকট্রিক সাপ্লাই ও রাজ্য বিদ্যুৎ পর্ষদকে বিদ্যুৎ বিলে ছাড় ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি।'

এবার দুর্গাপুজোয় ছুটির তালিকা

৩০ সেপ্টেম্বর (শুক্রবার): দুর্গাপুজোর পঞ্চমী। দুর্গাপুজোয় এমনিতে ছুটি থাকে না। রাজ্য সরকারের তরফে বাড়তি ছুটি দেওয়া হয়েছে।

১ অক্টোবর (শনিবার): দুর্গাপুজোর ষষ্ঠীতেও এমনিতে ছুটি থাকত না। তবে রাজ্য সরকারের তরফে ছুটি দেওয়া হয়েছে।

২ অক্টোবর (রবিবার): ওইদিন মহাসপ্তমী। রবিবার হওয়ায় এমনিতেই সাপ্তাহিক ছুটি। রবিবার না হলেও সেদিন ছুটি থাকত। কারণ সেদিন গান্ধীজয়ন্তী।

৩ অক্টোবর (সোমবার): মহাষ্টমী। এনআই অ্যাক্টে দুর্গাপুজোর অষ্টমীতে ছুটি থাকে।

৪ অক্টোবর (মঙ্গলবার): মহানবমী। সেদিনও সরকারি কর্মচারীদের ছুটি থাকে।

৫ অক্টোবর (বুধবার): বিজয়া দশমী পড়েছে। সেদিনও ছুটি থাকে।

৬ অক্টোবর (বৃহস্পতিবার): একাদশী। দুর্গাপুজোর বাড়তি ছুটি।

৭ অক্টোবর (শুক্রবার): দ্বাদশী ছুটিতে এমনিতে সরকারি কর্মচারীদের ছুটি থাকত না। তবে ছুটি দিয়েছে রাজ্য সরকার। সেদিন জেলাগুলিতে দুর্গাপুজোর কার্নিভাল হবে।

৮ অক্টোবর (শনিবার): রাজ্য সরকার দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি দিয়েছে। সেদিন কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হয়েছে।

৯ অক্টোবর (রবিবার): সেদিন কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে। তবে রবিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকত।

আরও পড়ুনঃ কি করে এলো কোটি কোটি টাকা ?এবার অনুব্রত কন্যাকে জেরা করতে চেয়ে নোটিশ সিবিআইয়ের

সোমবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বলেন, পশ্চিমবঙ্গে ৪০০৯২ টি পুজো হয়, এরমধ্যে ২১৯১ টি পুজো মহিলা পরিচালিত পুজো, শুধু কলকাতাতেই পুজো হয় ২৭০০ টি। পাশাপাশি, এবার ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। গত বছর অনুদানের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা। এ বার তা বাড়িয়ে করা হল ৬০ হাজার। জেলার পুজো কমিটিও পাবে এই অনুদান।

Published On: 23 August 2022, 11:41 AM English Summary: Durga Puja 2022 Govt Holiday List: Big smile on the faces of government employees, Chief Minister announces 11 consecutive days holiday on Durga Puja

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters