কৃষি জাগরনের উদ্দ্যোগে হাওড়ায় কৃষক সচেতনতা শিবির

জমির ফলন বাড়াতে কৃষক সচেতনা শিবির হয়ে গেল হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রে ৷ ।আজ,শুক্রবার সকাল থেকেই জগৎবল্লভপুরে এই শিবির আয়োজন

KJ Staff
KJ Staff

কৃষিজাগরন ডেস্কঃ জমির ফলন বাড়াতে কৃষক সচেতনা শিবির হয়ে গেল হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রে ৷ ।আজ,শুক্রবার সকাল থেকেই জগৎবল্লভপুরে এই শিবির আয়োজন করে কৃষি জাগরন এবং সিয়েট স্পেশালিটি টায়ার।জেলার বিভিন্ন ব্লক থেকে ৫০ জন  কৃষক এই শিবিরে অংশ নেন৷ তবে শিবিরে আসা চাষিদের মধ্যে বিষয়টি নিয়ে উত্সাহ ছিল চোখে পড়ার মতো৷

সুস্থ খেলেই সুস্থ থাকা যাবে! তবে সুস্থ থাকতে খাদ্যের মধ্যে রাসায়নিকতা কমাতে হবে, অর্থাৎ জৈব সারের ব্যবহার করতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে সুস্থায়ী চাষ পদ্ধতির প্রচলন ও পরিবেশ সুরক্ষার মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি করতে ইফকো এম সি-র প্রয়োগ কিভাবে করতে হবে তা নিয়ে এই শিবিরে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ বায়োফ্লক প্রযুক্তির সুবিধা এবং চ্যালেঞ্জ

এছাড়াও সিয়েট স্পেশাল্টি টায়ার কিভাবে চাষকে আরও মসৃন করতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই শিবিরে।বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞরা এই সচেতনতা শিবিরে অংশ নেন।তাঁরা বিভিন্ন দিক তুলে ধরে চাষের ক্ষতি ও লাভের বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুনঃ কৃষি জাগরনের বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন সিএনএইচ-এর ম্যানেজিং ডিরেক্টর, নারিন্দর মিত্তল

Published On: 11 August 2023, 04:40 PM English Summary: Farmer awareness camp in Howrah under the initiative of agricultural awakening

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters