ঐতিহাসিক দিন! গোটা দেশ সহ রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে আজ ধ্বনিত হচ্ছে মন কি বাত

১০০ তম পর্বে পা দিল মোদীর মন কি বাত অনুষ্ঠান।

Rupali Das
Rupali Das
IMAGE SOURCE- Central Bureau of Communication (CBC), PIB India

১০০ তম পর্বে পা দিল মোদীর মন কি বাত অনুষ্ঠান। গোটা দেশে এই অনুষ্ঠান নানান প্রস্তুতি। সকাল ১১ টা থেকে শুরু হয় এই অনুষ্ঠানের সম্প্রচার। গোটা দেশবাসীরা রে়ডিয়ো থেকে শুরু করে ফেসবুক, ইউটিউবের মতো নানা সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শুনতে পারবেন। শুধুমাত্র ভারতেই নয়, এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে। কলকাতার রাজভবনেও করা হয়েছে বিশেষ ব্যবস্থা।

মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারের আগে আবেগপ্রবণ হন প্রধানমন্ত্রী। দেশবাসীর উদ্দ্যেশ্যে লেখেন “ আজ মন কি বাত শুনুন, এটি একটি বিশেষ যাত্রা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের ঐতিহাসিক পদক্ষেপের কথা তুলে ধরা হবে। এই অনুষ্ঠানে আমরা ভারতের জনগণের সম্মিলিত চেতনা উদযাপন করেছি এবং অনুপ্রেরণামূলক জীবনযাত্রাকে হাইলাইট করেছি।“

আরও পড়ুনঃ  Krishi Prajukti Mela 2023: বঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কৃষি মেলা! রইল বিস্তারিত

শ্রোতাদের ধন্যবাদঃ মোদী

অনুষ্ঠানের শুরুতেই শ্রোতাদের ধন্যবাদ জানান। মন কি বাত অনুষ্ঠান আজ ১০০ তম পর্বে পৌঁছতে পেরেছে। তার জন্য গোটা দেশবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান শুরু করেন।

 এই অনুষ্ঠান দেশবাসীর মন কি বাতঃ মোদী

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন মন কি বাত আসলে কোটি কোটি দেশ বাসীর মন কি বাত। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের জনগণ তাঁদের মনের কথা প্রকাশ করেন।

আমাকে জনগণের কাছে পৌঁছে দিয়েছে এই অনুষ্ঠান:মোদী

 মন কি বাত এমন একটি অনুষ্ঠান যেটি দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দিয়েছে বলে জানান নমো।

আরও পড়ুনঃ  ১৪ই জুনের মধ্যেই আধারের এই কাজটি করুন! নইলে দিতে হবে মোটা ফাইন

পর্যটনস্থলগুলিকে পরিষ্কার রাখতে হবেঃ মোদী

এই অনুষ্ঠানে মোদী জানান দেশে পর্যটন শিল্প বাড়ছে। পর্যটকদের সংখ্যা বাড়ছে। তাই দেশের পাহাড়, নদী, সমুদ্র, মন্দির সমস্ত জায়গা পরিষ্কার রাখতে হবে।

'বেটি বাঁচাও বেটি পড়াও' এর হাত ধরে সাফল্যতাঃ মোদী

হরিয়ানায় প্রথম 'বেটি বাঁচাও বেটি পড়াও'এর সূচনা হয়। এই শহরে লিঙ্গ বৈষম্যের পরিমাণ সবচেয়ে বেশি ছিল। আজ এখানে লিঙ্গ বৈষম্যে অনেক উন্নতি হয়েছে। মন কি বাত অনুষ্ঠানের হাত ধরে কন্যা সন্তান নিয়ে সচেতনতা বেড়েছে।

 

বিদেশে পরে আগে দেশ ঘুরে দেখুনঃ মোদী

বিদেশে ঘুরতে যাওয়ার আগে দেশ ঘুরে দেখতে হবে। নিজের জায়গার বাইরে রাজ্যে আরও ১৫ টি স্থল ঘুরে দেখার কথা তুলে ধরেছেন মোদী।

এই বিষয়গুলির উপর বক্ত্যব্য রেখে আজকের অনুষ্ঠান শেষ করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও আগামী রবিবার আবারও মন কি বাত অনুষ্ঠান নিয়ে হাজির হবেন। ততদিন সকলকে সুস্থ থাকার কথা বলেন প্রধানমন্ত্রী।

Published On: 30 April 2023, 03:36 PM English Summary: Historic day! Man Ki Baat is resounding today in the headquarters of the United Nations along with the entire country

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters