এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 29 July, 2021 1:54 PM IST
Indian air force recruitment (image credit- Google)

সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য দারুন সুখবর দিল ভারতীয় বায়ুসেনা। এবার ভারতীয় এয়ার ফোর্সে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতক পাশ যোগ্যতায় লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), মাল্টিটাস্কিং স্টাফ (MTS) সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। আপনি যদি আবেদনের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে জেনে নিন বয়স, বেতন সহ সম্পূর্ণ আবেদন পদ্ধতি।

পদের নাম:

Supdt (স্টোর)

শূন্যপদ:

১৫টি।

শিক্ষাগত যোগ্যতা:

স্নাতক হতে হবে। কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে স্টোর এবং অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম:

লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)

শূন্যপদ:

১০টি।

শিক্ষাগত যোগ্যতা:

উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫টি এবং হিন্দিতে মিনিটে ৩০টি শব্দ লিখতে হবে |

আরও পড়ুন -West Bengal Lockdown Extends: ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যে বাড়ানো হলো কোভিড নিয়ন্ত্রণ বিধি

পদের নাম:

হিন্দি টাইপিস্ট

শূন্যপদ:

৪টি।

শিক্ষাগত যোগ্যতা:

উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। কম্পিউটারে হিন্দিতে মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে।

পদের নাম:

স্টোর কিপার

শূন্যপদ:

৩টি।

শিক্ষাগত যোগ্যতা:

উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে স্টোর এবং অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম:

সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড)

শূন্যপদ:

 ৩টি।

শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিক পাশ করে থাকতে হবে। হালকা এবং ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালানো এবং মোটর মেকানিজম এর কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম:

কুক (অর্ডিনারি গ্রেড)

শূন্যপদ:

৫টি।

শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিক পাশ করে থাকতে হবে। ক্যাটারিং এ সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। সংশ্লিষ্ট শাখায় কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম:

পেইন্টার (স্কিলড)

শূন্যপদ:

 ১টি।

শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পেইন্টার শাখায় আইটিআই এর সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে অথবা সংশ্লিষ্ট শাখায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম:

কার্পেন্টার (স্কিলড)

শূন্যপদ:

 ৩ টি।

শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিক পাশ করে থাকতে হবে। কার্পেন্টার শাখায় আইটিআই এর সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে অথবা সংশ্লিষ্ট শাখায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম:

হাউসকিপিং স্টাফ (HKS)

শূন্যপদ:

 ১৫ টি।

শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

পদের নাম:

মেস স্টাফ

শূন্যপদ:

 ৯টি।

শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিক পাশ করে থাকতে হবে। ওয়েটার বা ওয়াসার আপ পদে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম:

মাল্টিটাস্কিং স্টাফ (MTS)

শূন্যপদ:

 ১৭ টি।

শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিক পাশ করে থাকতে হবে। ওয়াচম্যান অথবা লস্কর অথবা গেস্টেটনার অপারেটর অথবা গার্ডেনার পদে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স(Age):

বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ৩ বছর, SC/ ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ৫ বছর এবং PWD প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ১০ বছরের ছাড় পাবেন এছাড়াও যে সমস্ত প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে থাকেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি(Application procedure):

আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে। নির্দিষ্ট ফর্মটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি খামে ১০ টাকার স্ট্যাম্প পেস্ট করে অর্ডিনারি পোস্টের মাধ্যমে এয়ার ফোর্স স্টেশনে পাঠিয়ে দিতে হবে। কোন পোষ্টের জন্য আবেদন করছেন তা খামের উপরে লিখে দিতে হবে। একাধিক পদে আবেদন করতে চাইলে প্রত্যেকটি পদের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠালে তা গ্রহণ করা হবে না।

প্রয়োজনীয় নথিপত্র(Important documents):

বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, কারিগরি শিক্ষার শংসাপত্র, শারীরিকভাবে অক্ষমতার শংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র, জাতিগত শংসাপত্র এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (আরোও একটি ছবি আবেদনপত্রের সঙ্গে পেস্ট করে দিতে হবে) সংশ্লিষ্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক:

https://indianairforce.nic.in/

আরও পড়ুন -Cloudbursts: বাংলাসহ অন্য রাজ্যগুলিতে IMD -র চরম সতর্কতা জারি

English Summary: Indian Air force Recruitment: Clerks and multi-tasking staff are being recruited in the Air Force, see details
Published on: 29 July 2021, 01:54 IST