১ থেকে ৩ ডিসেম্বর দিল্লিতে 'মিলিয়নেয়ার ফার্মার অফ ইন্ডিয়া' অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে, কীভাবে নাম নথিভুক্ত করবেন জেনে নিন গরু ও মহিষের জন্য সস্তায় খাবার প্রস্তুত করুন, বিস্তারিত জেনে নিন স্বল্প পরিসরে মাছ চাষ করুন, রইল সম্পূর্ণ ব্যবসায়িক পরিকল্পনা
Updated on: 13 September, 2021 9:59 AM IST
Indian navy recruitment (image credit- Google)

ভারতীয় নৌসেনায় প্রবেশের জন্য যে সব তরুণ-তরুণীরা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য বড়সড় রিক্রুটমেন্টের সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান নেভি (Indian Navy)। সম্প্রতি ইন্ডিয়ান নেভি এক বিজ্ঞপ্তি জারি করে শর্ট সার্ভিস কমিশন (Short Service Commission) অফিসার পদে নিয়োগের কথা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মূলত একজিকিউটিভ, টেকনিক্যাল এবং এডুকেশন ব্রাঞ্চে এই সব যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে ভারতীয় নৌসেনা। উল্লিখিত পদের জন্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আবেদনের তারিখ:

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ সেপ্টেম্বর, ২০২১ থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত। প্রার্থীরা ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। আবেদনপত্র জমা নেওয়া হবে অনলাইনে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, কেরলের অন্তর্গত এজিমালায় অবস্থিত ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমিতে (Indian Naval Academy) SSC অফিসার কোর্স শুরু হবে আগামী ২২ জুন, ২০২২ তারিখ থেকে।

শূন্যপদের সংখ্যা:

প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট পদের সংখ্যা ১৬৩টি রয়েছে বলে জানানো হয়েছে।

একজিকিউটিভ ব্রাঞ্চের অন্তর্গত শূন্যপদ:

জেনারেল সার্ভিস [GS(X)]/ হাইড্রো ক্যাডার: ৪৫টি পদ

এয়ার ট্রাফিক কন্ট্রোলার (ATC): ৪টি পদ

অবজারভার: ৮টি পদ

পাইলট: ১৫টি পদ

লজিস্টিকস: ১৮টি পদ

আরও পড়ুন - Krishak Special Train: রাজ্যে হাওড়া ডিভিশনে চালু হচ্ছে কৃষক স্পেশাল ট্রেন

টেকনিক্যাল ব্রাঞ্চের অন্তর্গত শূন্যপদ:

ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস): ২৭টি পদ

ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস): ৩৪টি পদ

নাভাল আর্কিটেক্ট (NA): ১২টি পদ

সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো ভাবে পড়ার জন্য প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে নোটিশটি পড়তে পারেন, https://www.joinindiannavy.gov.in/

আরও পড়ুন - WB Durgapuja 2021: কেমন হবে একুশের দুর্গাপুজো? দেখে নিন নিয়মবিধি

English Summary: Indian Navy SSC Officer Recruitment: Notice of appointment to the post of Officer in the Indian Navy published
Published on: 11 September 2021, 11:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)