WB Durgapuja 2021: কেমন হবে একুশের দুর্গাপুজো? দেখে নিন নিয়মবিধি

করোনা (Corona Virus) পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও দুর্গাপুজোর সময় যাবতীয় সতর্কতা অবলম্বন করতে হবে। কড়াভাবে মেনে চলতে হবে কোভিড বিধি। বুধবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে পুজো নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।

রায়না ঘোষ
রায়না ঘোষ
WB Durgapuja 2021
2021 durgapuja guideline (image credit- Google)

করোনা (Corona Virus) পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও দুর্গাপুজোর সময় যাবতীয় সতর্কতা অবলম্বন করতে হবে। কড়াভাবে মেনে চলতে হবে কোভিড বিধি। বুধবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে পুজো নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। এ ব্যাপারে ফোরাম ফর দুর্গোৎসবের তরফেও কমিটিগুলোকে ইতিমধ্যেই বেশকিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে পুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত মানুষদের টিকাকরণের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।

করোনার প্রকোপ যেন না বাড়ে তার প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয় জেলাশাসকদের। কীভাবে উৎসব পালিত হবে, সে বিষয়ে বিস্তারিত গাইডলাইনও (Guidelines) তৈরি করছে নবান্ন। দ্রুত তা রাজ্যের জেলাশাসকদের মাধ্যমে পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হবে। দেখে নিন গাইডলাইনগুলি,

১) প্রতিটি মণ্ডপ নিয়মিত স্যানিটাইজ করতে হবে।

২) বাধ্যতামূলক করতে হবে দর্শকদের মাস্ক পরা।

৩) মণ্ডপ নির্মাণের ক্ষেত্রেও গতবারের মতো বিশেষ ব্যবস্থা থাকবে।

৪) গতবারের মতোই তিনদিক খোলা মণ্ডপ তৈরি করতে হবে। যাতে দূর থেকেই প্রতিমা দর্শন করতে পারেন বহু মানুষ। তাতে এক সময়ে এক জায়গায় ভিড় হবে না।

৫) ব্যারিকেড করে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থাও করতে হবে পুজো কমিটিগুলিকে।

ঢোকা বা বের হওয়ার ক্ষেত্রেও কী ব্যবস্থা নেওয়া হবে তা পুজো কমিটিগুলিকে আগাম জানাতে হবে।

আরও পড়ুন - Krishak Special Train: রাজ্যে হাওড়া ডিভিশনে চালু হচ্ছে কৃষক স্পেশাল ট্রেন

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেন। নবান্ন সূত্রে খবর, এদিন সেই বক্তব্য ফের একবার জেলাশাসকদের শোনানো হয়। যেহেতু গতবারের মতো এবারও রাজ্যের প্রতিটি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে, তাই করোনা বিধি পুজো সংগঠকরা যাতে কড়াভাবে মেনে চলেন, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে, মাস্ক বিলি করা থেকে মণ্ডপ স্যানিটাইজ করার কাজে বিশেষ গুরুত্ব দিতে হবে পুজো কমিটিগুলিকে।

প্রশাসনের মত, এবার যেহেতু গতবারের মতো পরিস্থিত নয়, তাই বহু মানুষ ঠাকুর দেখতে বের হবেন। আগেরবারের তুলনায় বেশি ভিড় হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে উৎসবে যাতে করোনা ফের মাথাচাড়া না দেয়, সে বিষয়ে পুজো কর্তাদেরও দায়িত্ব নিতে হবে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ঠিকই, কিন্তু সাদারণ মানুষ বা পুজো কমিটিগুলি সতর্ক না হলে সমস্যা বাড়তে পারে। তাই পুজোর যাবতীয় প্রস্তুতি জেলাশাসকদের খতিয়ে দেখার নির্দেশ মুখ্যসচিব দিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন - Wbpdcl coal mines recruitment: রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, দেখুন বিস্তারিত তথ্য

Published On: 09 September 2021, 03:08 PM English Summary: WB Durgapuja 2021: How will be this year Durgapuja? Take a look at the rules

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters