Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 21 June, 2021 4:46 PM IST
M-yoga app (image credit-Google)

আজ সপ্তম আন্তর্জাতিক যোগ-দিবস | সকাল ৬:৩০ মিনিটে জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| জাতির উদ্দেশে বার্তায় 'এক বিশ্ব, এক স্বাস্থ্য'-র (One World One Health) লক্ষ্যপূরণের পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এবার M-Yoga অ্যাপ  (M-Yoga App) আনছে মোদি |

এই অ্যাপে বিভিন্ন ভাষায় যোগাসনের ভিডিও থাকবে। যা দেখে যোগাভ্যাস করতে পারবেন বিশ্ববাসী। মোদি সরকারের 'এক বিশ্ব, এক স্বাস্থ্য'-র লক্ষ্যপূরণই এই অ্যাপ তৈরির কারণ। এই অ্যাপে যোগাসনের মাধ্যমে গোটা বিশ্বের মানুষকে এক সূত্রে গেঁথে ফেলা সম্ভব হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

কি বললেন প্রধানমন্ত্রী (PM's Speech):

পূর্ব নির্ধারিত সময় মতোই ভোর সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, 'যখন কোভিড আছড়ে পড়েছিল, তখন কোনও দেশই প্রস্তুত ছিল না। এই সময় যোগাভ্যাস মানুষের ভিতর থেকে শক্তির জোগানদাতা হয়ে উঠেছে। যোগ নিজস্ব নিয়মানুবর্তিতা, এবং মানুষ যে এই ভাইরাসের মোকাবিলায় সক্ষম সেই শক্তির জোগান দেয়। প্রথম সারির করোনা যোদ্ধারা আমাকে বলেছেন, যোগাভ্যাস তাঁদের এই শক্তি দিয়েছে।'

M-Yoga অ্যাপ (M-Yoga Application):

'এক বিশ্ব, এক স্বাস্থ্য'-র লক্ষ্যপূরণে আসছে এই অ্যাপ | এই অ্যাপের মাধ্যমে গোটা বিশ্ববাসী একত্রে যোগাভ্যাস করতে পারবেন | পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভাষার মানুষ ববস্থার করতে পারবেন এই অ্যাপ | খুব সহজেই এর মাধ্যমে যোগ প্রশিক্ষণ নেওয়া যাবে | থাকবে বিভিন্ন যোগ প্রশিক্ষণের ভিডিও |

করোনাভাইরাসের এই সংকটময় পরিস্থিতিতে যোগাভ্যাস (Yoga) মানুষের ভিতরকার আভ্যন্তরীণ শক্তির জোগানদাতা হয়ে উঠেছে। এই মারণ ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার শক্তি জোগাচ্ছে এই অভ্যেস। সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে (7th International Yoga Day 2021) জাতির উদ্দেশে বার্তায় বলেছেন এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, 'যোগাভ্যাস নেতিবাচকতা থেকে ইতিবাচক, ক্লান্তি থেকে শক্তির পথপ্রদর্শনকারী।'

আরও পড়ুন - Corona 3rd Wave: আগামী ৬-৮ সপ্তাহের মধ্যেই দেশে আসছে করোনার তৃতীয় ঢেউ

বিশ্বের বেশিরভাগ দেশেই যোগ দিবস কোনও পুরনো ঐতিহ্যশালী উৎসব নয়। এমন কঠিন সময়ে মানুষ যখন এত অসুবিধার মধ্যে রয়েছেন, তখন যে কেউই এটা ভুলে যেতে পারেন। কিন্তু মানুষের যোগের প্রতি উৎসাহ দিন দিন বেড়েছে। যোগের প্রতি ভালোবাসা আরও প্রকট হয়েছে।' প্রধানমন্ত্রীর কথায়, 'কোভিডের সময় বিভিন্ন গবেষণায় উঠে এসেছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগাভ্যাসের জুড়ি মেলা ভার। আমরা দেখেছি বিভিন্ন অনলাইন ক্লাসের শুরুতেও শ্বাসের ব্যায়াম ও যোগাসন করানো হচ্ছে। বাচ্চাদের এতে অনেক সুবিধে হবে করোনার মোকাবিলা করতে। করোনার তৃতীয় ঢেউ প্রায় মাথা চারা দিয়ে উঠেছে | যাতে শিশুরা সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের | এহেন সময়, যোগাভ্যাস করে অনেকটাই সুস্থ থাকা যেতে পারে |

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - Milkha Singh: ৯১ বছরে প্রয়াত "উড়ন্ত শিখ" তথা কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং

English Summary: International Yoga-Day 2021: The M-Yoga app is coming to fulfill the goal of "One World One Health"
Published on: 21 June 2021, 04:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)