Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 19 April, 2022 5:56 PM IST
বাগানের সবুজ পাতার ফাঁকে ফাঁকে লিচুর গুটির সবুজের সমারোহ।

বাগানের সবুজ পাতার ফাঁকে ফাঁকে লিচুর গুটির সবুজের সমারোহ। কোনো কোনো গাছে মুকুল থাকলেও বেশিরভাগ গাছেই ফলন এসে গেছে। চারিদিকে মৌ মৌ গন্ধ। ফলন দেখে খুশি চাষি থেকে ব্য়বসায়ীরা।  এখন দিনাজপুরের বিভিন্ন বাগান ছাড়াও প্রতিটি বাড়ির বসতভিটায় বা আঙিনায় লিচু গাছে থোকায় থোকায় লিচুর গুটি ঝুলছে। অন্যদিকে চাষিরা বাগানের পরিচর্যায় ব্যস্ত।

তবে গত মওসুমে করোনার কারণে বাজারজাতকরণ নিয়ে চিন্তা থাকলেও এবার লাভবান হতে পারবেন বলে আশা করছেন চাষী ও ব্যবসায়ীরা। দিনাজপুরের লিচু মানে মিষ্টি ও রসালো স্বাদ। বিভিন্ন জাতের লিচুর মধ্যে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-থ্রি আর দেশি লিচুর গুটি ফলনে নুয়ে পড়েছে ডালপালা।  এবার লিচুর ভাল দাম পাওয়া যাবে বলে আশা করছেন লিচু চাষীরা। 

দিনাজপুরে লিচুর ফলন ভাল হয়েছে। দিনাজপুরে ব্যাপক লিচু গাছে মুকুল এসেছিল। আবহাওয়ার কারণে এবার মুকুল বেশি, ফলনও ভাল হবে। এবার মাদ্রাজি লিচুর গুটি কম হয়েছে। তবে দাম ভাল পাওয়া যাবে। পোকা-মাকড়ের হাত থেকে লিচুগাছকে বাঁচাতে  চাষিরা বিভিন্ন রকম কিটনাশক ব্য়বহার করছেন। অনেকে লিচু গাছের আগাছা মুক্ত করছেন।

আরও পড়ুনঃ মাটি ছাড়াই বিষমুক্ত সবজি চাষ করুন এই পদ্ধতিতে

একটি বড় গাছে ২০ থেকে ২৫ হাজার পর্যন্ত এবং সবচেয়ে ছোট গাছে ১ থেকে দেড় হাজার লিচু পাওয়া যায়। এখন লিচুর গুটি এসেছে।এক মাসের মধ্যে পাকা টসটসে লিচু বাজারে উঠবে।

আরও পড়ুনঃ এই ফল চাষ করলে বছরে ২৫ লাখ টাকা লাভ হবে

English Summary: Litchis hanging in bunches, smiles of relief on the faces of farmers
Published on: 19 April 2022, 05:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)